এবার অ্যাম্বুলেন্সের শব্দমাত্রায় লাগাম টানছে রাজ্য

কলকাতা: শব্দ দূষণ রুখতে এবার নয়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য পরিবেশ দপ্তর৷ অ্যাম্বুলেন্সের শব্দে রাশ টানতে শব্দ বিধি চালুর উদ্যোগ রাজ্যের৷ জানা গিয়েছে, রোগী বহনের জন্য অ্যাম্বুলেন্সে সাইরেন ব্যবহার যথেচ্ছভাবে করা যাবে না৷ নিয়ম ভাঙলে আইনি ব্যবস্থা নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে পরিবেশ দপ্তর৷ একই সঙ্গে পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ পৃথক করার পরিকল্পনাও চলছে

এবার অ্যাম্বুলেন্সের শব্দমাত্রায় লাগাম টানছে রাজ্য

কলকাতা: শব্দ দূষণ রুখতে এবার নয়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য পরিবেশ দপ্তর৷ অ্যাম্বুলেন্সের শব্দে রাশ টানতে শব্দ বিধি চালুর উদ্যোগ রাজ্যের৷

জানা গিয়েছে, রোগী বহনের জন্য অ্যাম্বুলেন্সে সাইরেন ব্যবহার যথেচ্ছভাবে করা যাবে না৷ নিয়ম ভাঙলে আইনি ব্যবস্থা নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে পরিবেশ দপ্তর৷ একই সঙ্গে পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ পৃথক করার পরিকল্পনাও চলছে বলে সূত্রের খবর৷ একইসঙ্গে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ মাত্রা নির্ধারণ করে দেওয়া সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার৷

এই বিষয়ে মন্ত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, গত আগস্ট মাসে অ্যাম্বুলেন্সের শব্দমাত্রা নির্দিষ্ট করা হয়েছিল৷ এখন দিনে ও রাতে কোন এলাকায় সাইরেন বাজানো হচ্ছে তা নির্দিষ্ট করা হবে৷ জানা গিয়েছে, শিল্পাঞ্চল এলাকার জন্য দিনে ৭৫ ডেসিমেল ও রাতে ৭০ ডেসিমেলের বেশি সাইরেন বাজানো যাবে না৷ বাণিজ্যিক এলাকায় দিনে ৬৫ ও রাতে ৬০, আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫, সাইলেন্স এলাকায় দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবেল করার লক্ষ্যমাত্রা স্থির করেছে পরিবেশ দপ্তর৷ ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে রেকন লাইট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে৷ তবুও সাইরেন বাজানো নিয়ে অভিযোগ জমা পড়েছে পরিবেশ দপ্তরে৷ সবকিছু খতিয়ে দেখে এবার সাইরেনের শব্দমাত্রা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =