এবার রেশন কার্ডেও ‘নমিনি’! কী ভাবে মিলবে সুবিধা?

এবার রেশন কার্ডেও ‘নমিনি’! কী ভাবে মিলবে সুবিধা?

কলকাতা:  ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা বিমা, নমিনি থাকাটা আবশ্যক৷ তা বলে রেশন কার্ডের নমিনি? হ্যাঁ, এবার থেকে রেশন কার্ডেও নমিনি করা যাবে বলে জানাল রাজ্য খাদ্য দফতর৷ বিষয়টা খুলে বলা যাক৷ যদি কোনও ব্যক্তি নিজে রেশন তুলতে যেতে না পারেন, তাহলে তাঁর রেশন কার্ডে থাকা নমিনিরা সেই রেশন তুলতে যেতে পারবেন৷ রেশন কার্ডে সর্বোচ্চ দুইজন নমিনি রাখা যাবে৷ সেক্ষেত্রে ওই ব্যক্তির রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকলেও তিনি রেশন পাবেন৷ 

আরও পড়ুন- ওমিক্রন আক্রান্ত? দ্রুত বুঝতে বিশেষ টেস্ট চালু করছে রাজ্য

মূলত বয়স্ক ও শয্যাশায়ী ব্যক্তিদের কথা মাথায় রেখেই রেশন কার্ডে নমিনির নাম অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করে রাজ্য সরকার৷ তাঁদের কথা মাথায় রেখেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। আপাতত তিন মাসের জন্য পরীক্ষামূলক ভাবে এই প্রকল্প চালু করা হবে বলে জানানো হয়েছে৷ খাদ্য দফতরের তরফে ইতিমধ্যেই নমিনি ফর্ম প্রকাশ করা হয়েছে৷ 

এই প্রকল্পের সুবিধা পেতে কী করতে হবে? জানা গিয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথমে দুই পাতার নমিনি ফর্মটি পূরণ করে তা জমা দিতে হবে৷ তবে যাঁদের রেশন কার্ডের নমিনি করা হবে, তাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার যুক্ত থাকাটা বাধ্যতামূলক। 

এছাড়াও বলা হয়েছে পরিবারের বাইরে কোনও ব্যক্তিকেও নমিনি করা যেতে পারে৷ সেক্ষেত্রে নমিনি করা ব্যক্তির পরিবারের কোনও একজন সদস্যকে রেশন দোকানে আসতেই হবে। পরিবারের কেউ ওই বহিরাগত নমিনির সেই ব্যক্তির সঙ্গে না এলে তাঁকে রেশন দেওয়া হবে না। তাছাড়া রেশন কার্ডের নমিনি ব্যক্তিকেও সংশ্লিষ্ট রেশন দোকানের কার্ড হোল্ডার হতে হবে৷ 

রাজ্যের ৭১ শতাংশ মানুষের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গিয়েছে বলে খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে। তবে বাকি ২৯ শতাংশ মানুষও যাতে রেশন পাওয়া থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে চাইছে রাজ্য৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =