১ জুলাই থেকে চলবে মেট্রো? রাজ্যকে মতামত জানাল রেল

১ জুলাই থেকে চলবে মেট্রো? রাজ্যকে মতামত জানাল রেল

কলকাতা: আশা জাগিয়েও হল না কোনও সমাধান৷ পয়লা জুলাই থেকে মেট্রো চলাচল নিয়ে আরও বাড়ল ধোঁয়াশা৷ যত আসন, তত যাত্রী নিয়ে মেট্রো চালানো সম্ভব নয়৷ দূরত্ব বিধি মেনে মেট্রো চালানো যাবে না বলে স্বরাষ্ট্রসচিবকে জানিয়ে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ খবর সূত্রের৷

রাজ্যের দেওয়া প্রস্তাব অনুযায়ী পরিষেবা যে দেওয়া যাবে না, তাও স্পষ্ট করা হয়েছে বলে খবর৷ করোনা আহবে কোনও ঝুঁকি না নিয়ে আগের ঘোষণা অনুযায়ী ১২ আগস্ট পর্যন্ত রেল কর্তৃপক্ষ মেট্রো চলাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের মধ্যে  শারীরিক দূরত্ব মেনে মেট্রো চলাচল করা সম্ভব নয়৷ ফলে, আগামী পয়লা জুলাই থেকে মেট্রো চলাচল আরও অনিশ্চিত হয়ে গেল বলেই মনে করছেন যাত্রীরা৷

একাধিক শর্তে আগামী পয়লা জুলাই থেকে মেট্রো চালানো যায় কি না, তা নিয়ে রেলের সঙ্গে বৈঠক করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই অনুযায়ী শুরু হয় আলোচনা৷ আজ উচ্চপর্যায়ের বৈঠক বসে মেট্রো কর্তৃপক্ষ৷ কিন্তু যত আসন, তত যাত্রী এই ফর্মুলায় মেট্রো চলাচল করা যায় কিনা তা নিয়ে আধিকারিকরা  জানিয়ে দিয়েছেন, বর্তামান পরিস্থিতিতে মেট্রো রেল চলাচল সম্ভব নয়৷ আগামী ১২ আগস্ট পর্যন্ত কোনও ভাবেই যে মেট্রো রেল চলাচল করা সম্ভব হচ্ছে না, তারও ইঙ্গিত দিয়ে রেখেছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =