কলকাতা: নতুন বছরের শুরুতেই সংশোধিত বেতন কাঠামো অনুসারে বর্ধিত হারে বেতন পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এরপর থেকেই বর্ধিত হারে বেতন মেলেনি বলে অনেকে ক্ষেত্রেই অভিযোগ উঠেছে। তবে এতদিন পর রাজ্য সরকার বকেয়া ইনক্রিমেন্টে একটি বিশেষ ক্ষেত্র বিশ্লেষন করে ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তি অনুসারে রোপা ২০১৯- এর সংশোধিত বেতন কাঠামো পুনর্বিন্যাসের পর লক্ষ্য করা গেছে যে বহু কর্মচারীদের নির্দিষ্ট বেতনের সর্বোচ্চ বেতন এমন পর্যায়ে পৌঁছে যায় যে, এরপর তাদের ইনক্রিমেন্টের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তাই এই বেতনের সঙ্গে তাদের নির্দিষ্ট ইনক্রিমেন্টের বিষয়টি বিগত কিছুদিন ধরে বিবেচনাধীন ছিল।
বিষয়টি বিবেচনা করার পরে, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে রোপা ২০১৯- এর অধীনে সংশোধিত বেতন কাঠামোয় বেতন নির্ধারণের পরে একজন সরকারী কর্মচারী পে ম্যাট্রিক্সের প্রযোজ্য স্তরের শেষ সেলের (সর্বাধিক বেতন) সঙ্গে বার্ষিক ইনক্রিমেন্টের অনুমতি দেওয়া হবে। তবে তার শর্তসাপেক্ষে। এক্ষেত্রে পে ম্যাট্রিক্সের নির্দিষ্ট স্তরে শেষ পাওয়া বেতনের সম পরিমাণ বেতন যার সঙ্গে ৬ টি ইনক্রিমেন্ট যুক্ত এবং ২,০১,০০০টাকার মধ্যে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই ইনক্রিমেন্ট প্রযোজ্য হবে৷