কলকাতা: আবহাওয়ার একটু পরিবর্তন ঘটতে না ঘটতেই ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শেষ কয়েকদিনে একাধিক আক্রান্ত এবং মৃত্যুর খবর আসছে রাজ্যের নানা প্রান্ত থেকে। ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যাও যে বেড়েছে তা অস্বীকার করা যাবে না। ইতিমধ্যেই জানা গিয়েছে, মেয়র ফিরহাদ হাকিমের কাছে এই নিয়ে একাধিক ফোন এসে গিয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত। তবে স্বাস্থ্য দফতর সচেতনা বৃদ্ধিতে টেস্টে জোর দিচ্ছে। এই ইস্যুতে নির্দেশিকায় প্রকাশ করা হয়েছে।
এই সময়ে এমনিতেই ঘরে ঘরে জ্বর হয়। ছোট থেকে বড় প্রায় সকলেই ভোগে। আবার এই জ্বর ডেঙ্গি বা ম্যালেরিয়ার লক্ষণও হতে পারে। তাই কোন সময়ে, কতদিনের জ্বর হলে টেস্ট করাতে হবে তা নিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। জানানো হয়েছে, তিনদিন বা তার বেশি জ্বর থাকলে এবং পেশি বা হাড়ে ব্যাথা অনুভব করলেই করাতে হবে ডেঙ্গি ও ম্যালেরিয়ার পরীক্ষা। ঊর্ধ্বমুখী ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে সব জেলা কর্তাদের নির্দেশ দিয়েছে নবান্নও। একই সঙ্গে, দ্রুত রক্ত পরীক্ষা এবং ফলাফল পাওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, ম্যালেরিয়ার ক্ষেত্রে র্যাপিড ডুয়েল অ্যান্টিজেন এবং মাইক্রোস্কোপিক ব্লাড স্লাইড টেস্ট করাতে হবে এবং ডেঙ্গির ক্ষেত্রে ৫ দিনের জ্বরের পর এনএস-১ টেস্ট করাতে হবে এবং তারপর করাতে হবে আইজিএম।
সরকারিভাবে এখনও ডেঙ্গিতে আক্রান্ত বা মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়নি। তবে অসমর্থিত সূত্র অনুসারে, গত কয়েক দিনে রাজ্যে মশাবাহিত ওই রোগে মৃত্যু হয়েছে ৮ জনের। সম্প্রতি দক্ষিণ কলকাতার বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। তিনি ডেঙ্গি হেমারেজিক ফিভারে আক্রান্ত হয়ে শকে চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এদিকে এও খবর, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে একাধিক নাগরিক মেয়রের কাছে মশা এবং ডেঙ্গি নিয়ে অভিযোগ করেছেন।