শুধু একা নন ধনকার! বিধানসভায় দীর্ঘ রাজ্য-রাজ্যপাল সংঘাতের ইতিহাস

শুধু একা নন ধনকার! বিধানসভায় দীর্ঘ রাজ্য-রাজ্যপাল সংঘাতের ইতিহাস

87f998552413a140354a4144a1295ce4

কলকাতা: আগে চেয়েও পাননি৷ এবার বাজেট ভাষণের আগে চাইতেই হেলিকপ্টার পেয়েছেন রাজ্যপাল৷ রাজ্যের তরফে প্রথম রাজ্যপালকে হেলিকপ্টার দেওয়ার ব্যবস্থা করলেও রাজ্যের লিখে দেওয়া ভাষণে রাজি নন, তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকার৷ রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে আজ শুক্রবার থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন৷ বাজেট অধিবেশনের রাজ্যপালের ভাষণ সংঘাত নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক৷ তবে, বাংলার ইতিহাসে এই বিতর্ক প্রথম নয়৷ ইতিহাস ঘাটলে দেখা যাবে রাজ্য-রাজ্যপাল সংঘাত৷

বিধানসভার তথ্য থেকে জানা গিয়েছে, ১৯৬৯ সালে তৎকালীন রাজ্যপাল শান্তি স্বরূপ ধাওয়ানের সঙ্গে একটা সংঘাত তৈরি হয়েছিল রাজ্য সরকারের৷ সেখানে রাজ্যপালের বক্তৃতাতে একটা লাইন ছিল, ‘‘যুক্তফ্রন্ট সরকার ভেঙে আমি ভুল করেছি৷’’ সেই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়৷ সেই লাইনটি তিনি পড়েননি৷ তারপর থেকে পরিবর্তন করে একটি রুল আনা হয়৷ ঠিক হয়, রাজ্যপাল যখন তাঁর ভাষণ দেবেন, তার এক লাইন পড়লেও ধরে নেওয়া হবে যে প্রত্যেকটা বক্তব্য সমর্থন করেছেন৷ সেটা বিধানসভায় গ্রহণ করে দেওয়া হয়, রাজ্যপালের ভাষণ পুরোটা নতুনভাবে সংযোজন করা হয়৷ এরপর ১৯৯৯ সালে তৎকালীন রাজ্যপাল বীরেন জে শাহ তাঁর বাজেট ভাষণ পুরোটা শেষ করতে পারেননি৷ মাত্র দু’লাইন ভাষণ পড়ে বেরিয়ে যান৷ ধরে নেওয়া হয়, তিনি তাঁর বক্তব্য রাখলেন৷ এবং সেই বক্তব্য বিধানসভা মান্যতা দেয়৷

কিন্তু বিধানসভায় এখনও পর্যন্ত রাজ্যের পুরো ভাষণ আপত্তি জানাননি কোনও রাজ্যপাল৷ ফলে, বর্তমান রাজ্যপালের ভাষণ নজিরবিহীন হতে চলেছে বলে মনে করা হচ্ছে৷ সাধারণত নিয়ম অনুযায়ী, রাজ্যপালের ভাষণ সরসরি সম্প্রচার করা হয়ে থাকে৷ কিন্তু, এবার রাজ্য রাজ্যপাল সংঘাতে বাজেট ভাষণ সরাসরি সম্প্রচারিত হবে না৷ অর্থাৎ গোটা বিষয়টি নিয়ো শুরু হয়েছে তুমুল গোপনিয়তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *