সল্টলেক: বাড়ছে করোনার দাপট৷ তাই দেরিতে হলেও শুরু হল তৎপরতা৷ ‘নো মাস্ক, নো সেল৷’ সোমবার সকালে এরকমই পোস্টার দেখা গেল বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজারগুলিতে। করোনার গ্রাফ উর্ধমুখী৷ আর সেই কারণেই মানুষকে সচেতন করতে বিভিন্ন জনবহুল এলাকায় মাইকিং করল নিউটাউন থানার পুলিশও৷
ফের যেভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই কারণে সল্টলেক দত্তাবাদের মতো একটি ঘিঞ্জি এলাকায় যে বাজারগুলি রয়েছে সেই বাজারগুলিতে বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নির্মল দত্ত ও তার অনুগামীরা মানুষকে সচেতন করতে মাইকিং করলেন সোমবার সকালে৷ পাশাপাশি যারা মাস্ক না পরে বাইরে বেড়িয়েছেন তাঁদের হাতে মাস্ক তুলে দেন৷ একই সঙ্গে বাজারগুলিতে বিক্রেতারা যাতে মাস্ক পরে থাকে এবং ক্রেতারা মাস্ক পরে না এলে যাতে তাদের মাল বিক্রি না করা হয় তার অনুরোধ জানান নির্মল দত্ত। এর পাশাপাশি দোকানগুলিতে দেখা যায় পোস্টার লাগানো হয়েছে “নো মাস্ক,নো সেল৷”
অন্যদিকে এদিন সকাল থেকে বিভিন্ন জনবহুল এলাকায় মাইকিং শুরু করল নিউটাউন থানার পুলিশ। অসচেতন মানুষদের, যারা মাস্ক না পরে বাইরে বেড়িয়েছেন তাদের মাস্ক দেওয়া হয়। নিউটাউনের এনকেডিএ মার্কেট, নিউটাউন বাসস্ট্যান্ড ও লোহাপুল এলাকায় মাইকিং ও মাস্ক বিলি করা হয় পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি নিউটাউন থানা এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অটোতে করে মাইকিং করা হয়। করোনা রুখতে সরকারের যে গাইডলাইন আছে সেগুলো মেনে চলার এবং মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার অনুরোধ করা হয়।