শুধু এক মমতা নন, বাজপেয়ী-বুদ্ধদেবও সামিল হয়েছিলেন অভিনব প্রতিবাদে

শুধু এক মমতা নন, বাজপেয়ী-বুদ্ধদেবও সামিল হয়েছিলেন অভিনব প্রতিবাদে

কলকাতা:  জ্বালানির দামে আগুন৷ আকাশ ছোঁয়া গ্যাসের দাম৷ পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এদিন অভিনব প্রতিবাদে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ব্যাটারি চালিত স্কুটারের পিছনে বসে নবান্নে পৌঁছলেন তিনি৷ সেই সময় চালকের আসনে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ কিন্তু বিকেলে বাড়ি ফেরার পথে সকলকে চমকে দিয়ে ফিরহাদকে নামিয়ে নিজে চালকের আসনে বসলেন তিনি৷ বেশ কিছুটা পথ চালালেন ই-স্কুটার৷ উল্টোদিকের লেনে ছিল উৎসাহী জনতার ভিড়৷ তবে তাঁর নিরাপত্তায় আকাশে টহল দেয় ড্রোন৷ ছিল প্রচুর দেহরক্ষী৷ তবে এর আগেও অনন্য প্রতিবাদের সাক্ষী থেকেছে দেশের মানুষ৷ 

আরও পড়ুন-  স্কুটার আর সরকার কিছুই চালাতে পারেন না! মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের

এদিন আক্ষরিক অর্থেই চালকের আসনে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি স্কুটি চালাতে স্বচ্ছন্দ্য না হলেও, এদিন চালকের আসনে বসে তাঁর গাড়ি চালানোর ইচ্ছাশক্তি এক বিরলতম ছবি এঁকে গেল৷ অতীতে রাজনৈতিক কারণে আন্দোলনের কারণে তিনি বাইকে চড়েছেন৷ এটা নতুন ছবি নয়৷ তবে তিনি নিজে ইলেকট্রনিক বাইক চালাচ্ছেন, তা সম্পূর্ণ নজিরবিহীন৷ 

এর আগে মুখ্যমন্ত্রীর তখতে বসার পর বুদ্ধদেব ভট্টাচার্য এক সময় ভ্যানে চড়ে দক্ষিণ ২৪ পরগণায় গিয়েছিলেন৷ ১৯৭৩ সালে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অটল বিহারী বাজপেয়ী  গরুর গাড়ি চড়ে সংসদে ঢুকেছিলেন৷ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী৷  বাজপেয়ী তখন জনসংঘের নেতা৷  সেই সময় সংসদ উঁচু পাঁচিলে ঘেরা ছিল না৷ তাই সরাসরি পৌঁছে যাওয়া যেত সংসদ ভবনের মূল গেটে৷ বাজপেয়ীর সেই প্রতিবাদের ভাষাও ছিল বিরল৷ কিছু দিন আগে আবার  তেজস্বী যাদব ট্রাক্টরে চড়ে বিধানসভায় গিয়েছিলেন৷ কিন্তু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষের মতো অফিস যাত্রার সাক্ষী থাকেনি দেশ৷ 

তবে ইউরোপের বহু দেশের রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন সময় সাইকেলে বা স্কুটারে চেপে কার্যালয়ে যান৷ মাঝে মধ্যেই সেই ছবি ফুটে ওঠতে দেখা যায় সংবাদমাধম্যে৷ এর আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে মেট্রো চেপে অফিস যেতে দেখা গিয়েছে৷ আবার সাইকেল চালিয়ে দফতরে গিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ কিন্তু রাজনৈতিক প্রতিবাদের অঙ্গ হিসেবে রাজ্যের প্রশাসনিক প্রধান ই-স্কুটার চালাচ্ছেন বা তাতে সওয়ারি হয়েছেন, তা কার্যত বেনজির৷ ভারতে রাজনৈতিক নেতারা সুরক্ষা বেষ্টিত হয়েই যাতায়াত করেন৷ 

আরও পড়ুন- দাম না কমালে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

এক দিনে ২৫ টাকা বা এক মাসে ১০০ টাকা দাম বাড়ার মতো ঘটনায় সাধারণ মানুষ যে নাকাল, তা বোঝাতেই আম আদমির মতো আজ দফতরে যান মুখ্যমন্ত্রী৷ তেল বিহীন গাড়িতে সওয়ার হন তিনি৷ আবার বাড়িও ফিরলেন একই ভাবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 3 =