কলকাতা: দক্ষিণ বঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গেও করোনা পরীক্ষার পরিকাঠামো তৈরির পরিকাঠামো তৈরি করা হচ্ছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করোনা ভাইরাস নির্ণয়ের পরীক্ষাগার তৈরি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এদিন তিনি সাংবাদিকদের জানান ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর উত্তর বঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের টিম পাঠানো শুরু করেছে।আজ থেকেই সেখানে সম্ভাব্য করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হচ্ছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে সল্টলেক স্বাস্থ্য ভবন থেকে এদিনই ৩০ জন চিকিৎসকের একটি দল উত্তরবঙ্গে রওনা হয়েছেন। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার সহ বিভিন্ন জেলার হাসপাতাল, ব্লক হাসপাতাল ও গ্রামীন স্বাস্থ্য কেন্দ্র গুলোতে তাঁরা চিকিৎসা পরিষেবা দেবেন।বর্তমান পরিস্থিতিতে যাতে উত্তরবঙ্গ থেকে কোন মানুষকে চিকিৎসা বা রোগ নির্ণয়ের জন্য কলকাতায় না আসতে হয় সেকারনেই এই পরিকাঠামো তৈরির উদ্যোগ বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে।