বর্ষার প্রবেশে উত্তরে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণে বৃষ্টি কবে?

বর্ষার প্রবেশে উত্তরে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণে বৃষ্টি কবে?

কলকাতা: গত সপ্তাহেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এরপর গুটি গুটি পায়ে উত্তরবঙ্গ থেকে ক্রমশ দক্ষিণের দিকে এগোনোর কথা ছিল তার। কিন্তু কোথায় কি, সোম সকালেই জানা গিয়েছে যে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার পর সেখানেই থমকে গিয়েছে তার গতি। ফলে উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় প্রত্যেক দিনই বাড়ছে ভ্যাপসা গরমের তীব্রতা। এদিকে এর মধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হল মঙ্গলবার ও আগামী তিন-চার দিন উত্তরবঙ্গের একাধিক জেলাতে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহে প্রায় রোজই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ উত্তরোত্তর বাড়বে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের আকাশের হাল-হকিকত নিয়েই আপাতত চিন্তায় দক্ষিণবঙ্গবাসী। কারণ কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিগত কয়েক দিন ধরে সেভাবে বৃষ্টিপাতের দেখা মেলেনি। অথচ প্রায় প্রত্যেক দিনই লাফিয়ে লাফিয়ে বেড়েছে গরমের দাপট। এমতাবস্থায় গরমের হাত থেকে রেহাই পেতে আকাশের দিকে তাকিয়েই দিন কাটাচ্ছে কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি। গতকাল অর্থাৎ সোমবারও দক্ষিনবঙ্গের তাপমাত্রা এর আশেপাশেই ঘোরাফেরা করেছে। তবে যে কারণে কলকাতাসহ দক্ষিণবঙ্গের গরম ক্রমশ অসহনীয় হয়ে উঠছে তা হল শহরের আপেক্ষিক আদ্রতার পরিমাণ। জানা যাচ্ছে এই মুহূর্তে শহরের আপেক্ষিক আদ্রতা সর্বাধিক ৮৭ শতাংশের কাছাকাছি রয়েছে। গত সপ্তাহে সেটা ৯০ শতাংশের উপরেও ছিল বেশ কিছুদিন। এর জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে এই ভ্যাপসা গরম। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী বেশ কিছুদিন দক্ষিণবঙ্গে এমনই গরমের দাপট চলবে। কারণ আপাতত কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে।

একইসঙ্গে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে উত্তরবঙ্গের শিলিগুড়ির ওপর অবস্থান করায় আগামী বেশ কয়েকদিন বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মৌসুমী বায়ুর প্রবেশে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণ চলছে। আগামীতে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে খবর। এছাড়াও মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − four =