উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, মৃত রোগী

শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন৷ তড়িঘড়ি রোগীকে সরাতে গিয়ে অক্সিজেনের মাক্স খুলে রোগী মৃত্যুর অভিযোগ৷ আগ্নিকাণ্ডের জেরে রোগী মৃত্যুর অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ৷ আজ শুক্রবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিউতে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ আগুন আতঙ্কে ওয়ার্ড থেকে রোগী সরাতে গিয়ে মৃত্যু হয় এক রোগীর৷ হাসপাতাল কর্তৃপক্ষ আগুন লাগায় কারণ

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, মৃত রোগী

শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন৷ তড়িঘড়ি রোগীকে সরাতে গিয়ে অক্সিজেনের মাক্স খুলে রোগী মৃত্যুর অভিযোগ৷ আগ্নিকাণ্ডের জেরে রোগী মৃত্যুর অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ৷

আজ শুক্রবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিউতে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ আগুন আতঙ্কে ওয়ার্ড থেকে রোগী সরাতে গিয়ে মৃত্যু হয় এক রোগীর৷ হাসপাতাল কর্তৃপক্ষ আগুন লাগায় কারণ খতিয়ে দেখার আশ্বাস পর্যটন মন্ত্রী গৌতম দেবের৷ প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে৷ দমকলের প্রাথমিক অনুমান, আইসিউতে শর্টসার্কিটের জেরে বিপত্তি ঘটেছে৷

এদিন সকালে হাসপাতালে আগুন লাগার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ তড়িঘড়ি রোগীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়৷ রোগীদের সরাতে কাজে হাত লাগান স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে রোগী পরিবারের সদস্যরা৷ স্ট্রেচারে শুয়ে রোগীদের নিরাপদ স্থানে নামিয়ে আনা হয়৷ সেখানে ঘটে বিপত্তি৷ অক্সিজেনের মাক্স খুলে রোগী মৃত্যুর অভিযোগ৷ একইসঙ্গে আশঙ্কাজনক থাকা রোগীদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে খবর৷

যদিও ঠিক কী করে আগুন লাগল তা এখনও স্পষ্ট না হলেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক কাজ করায় আগুন নিয়ন্ত্রণে আনতে খুব একটা বেগ পেতে হয়নি দমকল কর্মীদের৷ ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে খবর৷ গতকাল তুফানগঞ্জ হাসপাতালে আগুন লাগে৷ তুফানগঞ্জ হাসপাতালে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে৷ এরপর আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নয় বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *