নিজস্ব সংবাদদাতা, হাওড়া: শনিবার হাওড়ার ৪৫ নম্বর ওয়ার্ডের লিচুবাগানে এক অনুষ্ঠানে এসে একুশের নির্বাচন নিয়ে বক্তব্য বলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। নাম না করে বিজেপিতে নিশানা করে তিনি বললেন, এবার ভোট হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে৷ কি হিন্দু, কি মুসলমান আমরা যারা এই বাংলায় আছি, এই ভোট আপনার আমার মায়ের ইজ্জত বাঁচানোর ভোট হবে।
এদিন ত্বহা সিদ্দিকী বলেন, “৩৪ বছরে যা কাজ হয়নি, এই সরকার আসার পর অনেক উন্নয়ন হয়েছে। ফুরফুরা শরিফে কোটি কোটি টাকার উন্নয়ন করেছে। একইসঙ্গে এদিন রাজনৈতিক নেতাদের দলবদলের প্রসঙ্গেও তোপ দাগেন ত্বহা সিদ্দিকি৷ বলেন, “একটা গিরগিটিও বলল রাজনৈতিক নেতাদের মতো বারবার রং বদলাতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হলাম।”
প্রসঙ্গত, তৃণমূল সরকারের বিরুদ্ধাচারণ করায় নিজের ভাইপো আব্বাস সিদ্দিকির সঙ্গে দুরত্ব তৈরু করেছেন ত্বহা৷ আব্বাস সিদ্দিকীর দল ঘোষণা করার পর তিনি বলেছিলেন একুশে জানুয়ারি ফুরফুরার কালো দিন৷ এদিনের অনুষ্ঠান থেকেও ত্বহা সিদ্দিকী বলেন, আমাদের যতটা চাওয়া ততটা মমতা কেন, আল্লা দিলেও আপনি মানতে রাজি হবেন না।”