নিজস্ব সংবাদদাতা, বারাসত: সারদা নারদায় অভিযুক্ত কোনও তৃণমূল নেতা নেত্রীরা পালায়নি, শুভেন্দু পালালেন কেন? প্রশ্ন তুললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ মঙ্গলবার বারাসতের চাপাডালি মোড় থেকে বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তির অনুষ্ঠানে অংশগ্রহন করে জ্যোতিপ্রিয় মল্লিক৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুকে তোপ দাগেন তিনি৷ জ্যোতিপ্রিয় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে তা সম্পূর্ণ ঠিক৷ একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সারদা নারদায় অভিযুক্ত অন্য তৃণমূল নেতা নেত্রীরা পালায় নি, শুভেন্দু পালালেন কেন?
জ্যোতিপ্রিয়র দাবি, শুধু সারদা বা নারদা নয় আরও কোনও বড় দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন শুভেন্দু৷ তিনি আরও বলেন, নিজের তোলা প্রশ্নের উত্তর নিজেই দিয়ে বললেন, হলদিয়া পোর্ট, ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন জায়গা থেকে অর্থ ও সম্পত্তি করে শুভেন্দু বিজেপিতে গেছেন৷ এদিন অভিষেক যে শুভেন্দুকে পাল্টা তোলাবাজ বলেন তা সমর্থন করেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ বলেন, ‘শুধু তোলাবাজ নয় বেইমান বলতে হবে৷’ জ্যোতিপ্রিয়র ইঙ্গিত, নিজেকে বাঁচাতে দলবদল করে পালিয়ে বেঁচেছেন শুভেন্দু অধিকারী এবং এই পদাঙ্ক অন্য তৃণমূল নেতা নেত্রীরা অনুসরণ করেননি।