‘সুপ্রিম’ স্বস্তি বহাল অভিষেকের, কড়া পদক্ষেপ থেকে বিরতই থাকতে হবে ইডিকে

‘সুপ্রিম’ স্বস্তি বহাল অভিষেকের, কড়া পদক্ষেপ থেকে বিরতই থাকতে হবে ইডিকে

c6dd75a587eb860fe06a0b48749079b8

কলকাতা: গত শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোমবার অর্থাৎ আজ পর্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না ইডি। আজকের শুনানিতে সেই ‘রক্ষাকবচ’ বহালই থাকল। দেশের শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এমনকি এও জানিয়ে দেওয়া হয়েছে, তাঁর বিদেশ যাত্রার ক্ষেত্রেও বাধা দেওয়া যাবে না। এতে স্বাভাবিকভাবে বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ফের প্রাক্তন প্রেমিকের হাত ধরে ঘুরছেন সুস্মিতা! বড় সিদ্ধান্ত নিলেন ললিত মোদী

বার বার ইডির দিল্লি অফিসে ডেকে পাঠানোর বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি হাইকোর্ট হয়ে সেই মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে। গত শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে আজকে (সোমবার) পর্যন্ত কড়া পদক্ষেপ করা যাবে না। তবে প্রশ্ন ছিল, এই রক্ষাকবচ বহাল থাকবে কিনা। কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে এই রক্ষাকবচ বহালই থাকছে। আরও জানান হয়েছে, চিকিৎসার জন্য অভিষেকের দুবাই যাওয়ার ক্ষেত্রেও কোনও বাধা নেই। শুক্রবারই কলকাতাতে কয়লা পাচার মামলায় তাঁকে আরও একবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

তবে এই জিজ্ঞাসাবাদ নিয়ে খোঁচা দিয়েছে বাম-কংগ্রেস শিবির। বাম এবং কংগ্রেসের দাবি, এই ইডি তলবও সেটিং! বিজেপি এবং তৃণমূল আঁতাত আছে। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যুক্তি, আঁতাত যদি হত তাহলে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেন না। কোনও বোঝাপড়া নেই সেটা আগেও বলা হয়েছে এবং তার প্রমাণও আছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *