কলকাতা: গত শনিবার এক দফায় পঞ্চায়েত ভোট হয়েছে রাজ্যে। তারপর সোমবার আবার বেশ কিছু বুথে পুনরায় ভোট হয়েছে। কারণ নানা জায়গা থেকে হিংসা এবং অশান্তির খবর এসেছে। দাবি করা হয়েছে, অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আবহে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন কি তা মানছে? উত্তর হল, না। নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়েছেন, ভোট হিংসায় ৪০ জনের মৃত্যুর কোনও খবর নেই।
৩৩ দিনে বাংলায় ভোট-হিংসার বলি হয়েছেন ৪০ জন। এমনই তথ্য সামনে উঠে আসছে। এর মধ্যে শুধু ভোটের দিনই ১৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এই সংখ্যা মানতে চায় না রাজ্য নির্বাচন কমিশন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন রাজ্য নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিনে ১০ জনের মৃত্যু হয়েছে, পুলিশও সেই তথ্য দিয়েছে। তবে ৪০ জনের মৃত্যুর কোনও তথ্য নেই তাদের কাছে। এদিনই আবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইস্যু নিয়ে কেন্দ্রের দিকেই আঙুল তুলেছেন রাজীব সিনহা। তাঁর বক্তব্য, বাহিনী মোতায়েন নিয়ে যে পরিস্থিতি তার জন্য কেন্দ্র দায়ী।
ঠিক কী বলেছেন তিনি? রাজীব সিনহার বক্তব্য, জেলাভিত্তিক স্পর্শকাতর বুথের সংখ্যা সম্পর্কে জানান হয়েছিল। কিন্তু বিএসএফের পরিকল্পনায় স্পর্শকাতর বুথ ছিল না। এই প্রেক্ষিতে স্পর্শকাতর বুথের তালিকা সংক্রান্ত বিএসএফের অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। রাজীবের যুক্তি, স্পর্শকাতর বুথের তালিকা যদি না পাওয়া যায়, তবে বুথগুলিতে বাহিনী গেল কী ভাবে?