Aajbikel

হরিশ মুখার্জি রোড ধরে কোনও মিছিল নয়! স্পষ্ট করল ডিভিশন বেঞ্চ

 | 
হাইকোর্ট

কলকাতা: শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে পারবেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা, এমন নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তবে তাঁর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলায় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, হরিশ মুখার্জি রোড ধরে কোনও মিছিল করা যাবে না। বরং পুলিশ মিছিলের জন্য একটি রুট তৈরি করে দেবে।

আগামী ১৭ মে সন্ধ্যায় হ্যারিকেন মিছিল করতে চেয়ে প্রথমে পুলিশের দ্বারস্থ হয় আন্দোলনরত গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। কিন্তু সেখান থেকে কোনও অনুমতি না মেলায় উচ্চ আদালতে আবেদন করেছিলেন তারা। একক বেঞ্চে অনুমতি মিললেও এখন ডিভিশন বেঞ্চের রায় তাদের বিপরীতে গিয়েছে। ডিভিশন বেঞ্চ এও জানিয়েছে, হ্যারিকেন মিছিলের অনুমতি সন্ধ্যে ৬টার বদলে বিকেল ৪.৩০ মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর শহিদ মিনার ময়দান থেকে মিছিল শুরু হবে। সেই মিছিল যাবে কালীঘাট পুলিশ স্টেশন পর্যন্ত। তবে তা কোনও ভাবেই হরিশ মুখার্জি রোড ধরতে পারবে না। আদালতের এও বক্তব্য, মিছিল থেকে কোনও রকমের স্পর্শকাতর মন্তব্যও করা যাবে না। এছাড়া পুলিশ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে।

এদিন এই মামলার শুনানিতেই হাইকোর্টের ধমক খেয়েছেন চাকরিপ্রার্থীদের আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। শুনানি নিয়ে কার্যত বিচারপতির সঙ্গে বাকযুদ্ধে জড়ান তিনি। কৌস্তভ বাগচী বলে বসেন, মামলাটির শুনানি করতে এই কোর্টের ব্যক্তিগত স্বার্থ রয়েছে। ব্যক্তিগত স্বার্থেই বিচারপতি মামলাটি আজই শুনতে চাইছেন। বিচারপতি পাল্টা বলেন,  আদালতকে সম্মান করতে শিখুন। না হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হবে বার কাউন্সিলকে। কোর্টে ঢোকা বন্ধ হয়ে যাবে।

Around The Web

Trending News

You May like