লক্ষ্মীপুজো নির্বিঘ্নেই, আবহাওয়া কোনও বাধা দেবে না

লক্ষ্মীপুজো নির্বিঘ্নেই, আবহাওয়া কোনও বাধা দেবে না

ebc3453e9372b23ffd7a0c98c880b11b

কলকাতা: দুর্গাপুজোর শেষ লগ্নে বৃষ্টির সাক্ষী থাকতে হয়েছে বাঙালিকে। পুজোর আনন্দ ভেস্তে না গেলেও আকাশের মুখ ভার দেখে কারোর ভালো লাগেনি। ঠিক এই আবহাওয়া লক্ষ্মীপুজোর দিন থাকবে কিনা তা নিয়ে জল্পনা ছিল। তবে হাওয়া অফিস স্পষ্ট করেছে, শনিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বঙ্গে। বরং বাংলার আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি হবে না বলে সাফ জানানো হয়েছে। 

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রিতে নামতে পারে। বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। এই প্রেক্ষিতে লক্ষ্মীপুজো আজ নির্বিঘ্নেই কাটবে বলে আশা সকলের। তবে এও জানানো হয়েছে, বৃষ্টি না হলেও সার্বিকভাবে তাপমাত্রার বদল আসবে আগাম কয়েকদিনের মধ্যে। হাওয়া অফিস বলছে, হালকা একটা হিমেল আবহাওয়া থাকবে পরবর্তী ক’দিন। বিশেষ করে গাঙ্গেও পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলেও ধারণা করা হচ্ছে। 

কিছুদিন আগে পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু গত বুধবার সকালেই বঙ্গোপসাগরে শক্তিক্ষয় হতে শুরু করেছিল ঘূর্ণিঝড় হামুনের। বেলা বাড়তেই সেটি পরিণত হয়েছিল গভীর নিম্নচাপে। এই মুহূর্তে তার কোনও শক্তি নেই। এক্ষেত্রে বলা যায়, নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আদ্যপ্রান্ত শীতের অনুভূতি পেতে পারে বঙ্গবাসী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *