নবান্ন অভিযান : সুপ্রিম কোর্টে ছাড়, হাইকোর্টে গেল রাজ্য

কলকাতা: আগামী ২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। অভিযানে অংশ নেবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে ‘পশ্চিমবঙ্গের ছাত্র…

Meeting of Junior Doctors meeting-of-junior-doctors-with-chief-secretary-in-nabanna

কলকাতা: আগামী ২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। অভিযানে অংশ নেবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’ এর নামে এই অভিযান হবে বলে জানা গেছে। সেই মিছিল নিয়ে এবার মামলা হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার শুনানি হবে এই মামলায়।

হাইকোর্টে যে আবেদন করা হয়েছে, তাতে রাজ্যের দাবি, পুলিশের অনুমতি না নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। আগামী ২৭শে অগস্ট যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি রাজ্যের।তাই আদালত থেকে নির্দেশ প্রয়োজন বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবল দাবি করেন, কোন রুটে কখন মিছিল হবে, তা জানাতে হবে। এসওপি তৈরি করে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট কোনও এসওপি তৈরি করেনি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বার্তা দিয়েছেন, শান্তিপূর্ণ মিছিলে কোনও হস্তক্ষেপ করতে পারবে না রাজ্য।