মন্দিরে যেতে প্যান্ট না, শাড়ি পরবেন মহিলারা? পরামর্শ বিজেপির মৌসুমীর

নয়াদিল্লি: মহিলাদের জিনস পরা উচিত নয়। এই পোষাকে তাদের দেখতে ভাল লাগে না। বিশেষ করে মন্দিরে তো এসব পরে না যাওয়াই ভাল। শাড়ি পরুন, তা না হলে সালোয়ার কামিজ। গুজরাটের সুরাতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এহেন মন্তব্য করে বিতর্কে জড়ালেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত উপস্থাপিকার উদ্দেশ্যেই একথা বলেন তিনি। সাফ

মন্দিরে যেতে প্যান্ট না, শাড়ি পরবেন মহিলারা? পরামর্শ বিজেপির মৌসুমীর

নয়াদিল্লি: মহিলাদের জিনস পরা উচিত নয়। এই পোষাকে তাদের দেখতে ভাল লাগে না। বিশেষ করে মন্দিরে তো এসব পরে না যাওয়াই ভাল। শাড়ি পরুন, তা না হলে সালোয়ার কামিজ। গুজরাটের সুরাতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এহেন মন্তব্য করে বিতর্কে জড়ালেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়।

জানা গিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত উপস্থাপিকার উদ্দেশ্যেই একথা বলেন তিনি। সাফ জানান, প্যান্ট পরবেন না শাড়ি পরুন। মন্দিরে এসব পোশাকে গেলে সমস্যা হয়। সবেমাত্র বিজেপিতে যোগ দিয়েছেন মৌসুমী ঠিক তার পরে পরেই প্রকাশ্যে এই মন্তব্য করে ফেলেছেন। এদিকে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই বেশ অস্বস্তিতে অভিনেত্রী, জল্পনা এড়াতে এক বিবৃতিতে জানান, বিজেপি নেত্রী হিসেবে নয়, একজন মা হিসেবে দেশের মহিলাদের এই বার্তা দিয়েছেন তিনি। ওই উপস্থাপিকাকে আঘাত করার কোনও রকম উদ্দেশ্য তাঁর ছিল না। এই পরামর্শ যদি তাঁর খারাপ লেগে থাকলে তিনি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী।

বলা বাহুল্য, নেত্রী যাই বলুন না কেন বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই মহিলাদের পোশাক বিধি নিয়ে নীতি কথা শোনানো য় ক্ষুব্ধ কর্মজীবী মহিলারা, বিপাকে অভিনেত্রী নিজেই। সব দেখে শুনে মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =