নিজস্ব সংবাদদাতা, সিউড়ি: বৃহস্পতিবার রাজ্যের মঙ্গল কামনায় তারাপীঠের মন্দিরে মায়ের কাছে পুজো দেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ পুজো দিয়ে মায়ের কাছে ২২০ টি আসনে তৃণমূলের জয় চাইলেন অনুব্রত৷ ভক্তি ভরে মায়ের পুজো দেন তিনি৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক অশােক চট্টোপাধ্যায়, রামপুরহাট ২ নং ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায় এবং ত্রিদিপ ভট্টাচার্য।
বৃহস্পতিবার মায়ের কাছে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন কেষ্ট৷ তাঁর বিশ্বাস, বীরভূমে দিদিকে ছেড়ে কেউ যাবে না৷ একইসঙ্গে বিধানসভা নির্বাচনের তৃণমূল কতগুলো আসন পাবে সেই বিষয়ে নিয়ে জিজ্ঞাসা করা হলে অনুব্রত-র দাবি, ‘তৃণমূল ২২০ আসনে জয়লাভ করবে।’ প্রসঙ্গত, বুধবার কোচবিহার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপি নেতারা অনুব্রত ও সুব্রত বক্সিকে ফোন করে বৈঠক করতে চেয়েছেন৷ এদিন এবিষয়ে অনুব্রতকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যা বলার দিদি বলে দিয়েছে৷
এছাড়াও সম্প্রতি বোলপুরের এক তৃণমূল নেতা অভিষেক বন্ধ্যোপাধ্যায়কে নিশানা করে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, যা নিয়ে বির্তক ওঠে চরমে। অনুব্রতকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন , ‘ওটা ফালতু খবর। সাইবার ক্রাইমে অভিযােগ করা হয়েছে।’ দলের ভাঙনের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিদির একনিষ্ঠ সৈনিক অনুব্রত মণ্ডল বলেন, ‘কর্মী থাকলেই হবে। নেতার দরকার নেই। শেষ কথা বলে কর্মীরাই। নেতারা বলে না। কর্মীরা নেতা তৈরি করে। নেতা কর্মী তৈরি করে না। বীরভূম থেকে কেউ যাবে না দিদিকে ছেড়ে।’