‘তৃণমূলী ছাড়া কেউ ভোট দিতে পারবে না, নাহলে বাড়িতে শুয়ে থাকবে’, প্রকাশ্যে হুঁশিয়ারী তৃণমূল নেতার

‘তৃণমূলী ছাড়া কেউ ভোট দিতে পারবে না, নাহলে বাড়িতে শুয়ে থাকবে’, প্রকাশ্যে হুঁশিয়ারী তৃণমূল নেতার

নিজস্ব সংবাদদাতা, ভাঙড়: শনিবারই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী৷ তার ২৪ ঘণ্টার মধ্যেই ভোটারেকে প্রকাশ্যে হুমকি তৃণমূল নেতার৷ শনিবার ভাঙড়ের তৃণমূলের কর্মিসভায় তৃণমূল পরিচালিত ভোগালি ২ নম্বর পঞ্চায়েত প্রধান মুদাস্সর হোসেন হুঁশিয়ারি দেন, ‘তৃণমূলের লোক ছাড়া কেউ ভোট দিতে পারবেন না। নয়ত বাড়িতে শুয়ে থাকবে’৷

প্রসঙ্গত বারবার তৃণমূলের বিরুদ্ধে ভোট দখলের অভিযোগ এনেছে বিজেপি-বাম ও কংগ্রেস৷ এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও শোনা গিয়েছে তৃণমূলের ভোটদখলের কথা৷ এরপর তৃণমূল নেতার এধরণের মন্তব্যে বিতর্ক বাড়ছে৷ শুধু তাই নয়৷ শনিবার মুদাস্সর হোসেন আরও বলেন, ‘এবার ভোটার হয়েছে ১৪,০০০। ১৪,০০০-ই চাই। ১৪,০০০-ই চাই। আর ১৪,০০০-ই চাই। যত আধাসামরিক দেবে, দিক। ভোগালি-২-তে খেলা হবে বিরোধীশূন্য।’ 

মুদাস্সরের ভাষণের সময় মঞ্চে হাজির ছিলেন আরাবুল ইসলাম। পরে সাংবাদিকদের সামনেও মুদাস্সার হুমকির সুরে বলেন, ‘আমার এলাকায় তৃণমূলী লোক ছাড়া বুথে কেউ ভোট দিতে যেতে পারবেন না। বুথে আধা-সামরিক বাহিনী পাহারা দেবে, আমাদের ছেলেরা মাঠে থাকবে।’ সঙ্গে যোগ করেন, ‘যাঁরা আমাদের ভোট দেবেন, তাঁরা ভোট দিতে যাবেন। যাঁরা তৃণমূলে ভোট দেবেন না, তাঁরা বাড়িতে শুয়ে থাকবেন। এখানে এসে কোনও লাভ নেই।’

সেই মন্তব্য ঘিরে যথারীতি বিতর্কের ঝড় উঠেছে৷ বিজেপির দাবি, তৃণমূলের অন্দরে এরকম নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে মানুষ ভোট না দিতে পারেন এবং তৃণমূল ভোট লুঠ করতে পারে৷ যদি তৃণমূলের দাবি, কোনও হুমকি দেওয়া হয়নি কর্মীদের চাঙ্গা করতে এটা শুধুমাত্র ভোকাল টনিক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =