শুভেন্দুর আর্জি খারিজ, মমতার ‘সংহতি মিছিলে’ অনুমতি দিল হাই কোর্ট, রয়েছে কিছু শর্তও

শুভেন্দুর আর্জি খারিজ, মমতার ‘সংহতি মিছিলে’ অনুমতি দিল হাই কোর্ট, রয়েছে কিছু শর্তও

sanghati rally

কলকাতা: কলকাতা হাই কোর্টে শুভেন্দু অধিকারির আর্জি খারিজ৷ আগামী ২২ জানুয়ারি হাজরা মোড় থেকে পার্ক সার্কাসে পর্যন্ত  তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিলের অনুমতি দিল উচ্চ আদালত৷ অযোধ্যায় নরেন্দ্র মোদীর রাম মন্দির উদ্বোধনের দিনই সংহতি মিছিলের কর্মসূচি রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন, ‘‘ওই দিন হাজরা থেকে পার্কসার্কাস পর্যন্ত সংহতি মিছিল করা হবে। তৃণমূলের পক্ষ থেকে সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে ওই কর্মসূচি করব।’’ এই মিছিল পিছনোর আর্জি জামিয়ে আদালতে যান বিরোধী দলনেতা৷ কিন্তু, সেই আর্জি খারিজ করে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালত আরও জানায়, সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মিছিল করতে হবে শাসক দলকে। হাজরার মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত নিরপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ। ওইদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে আর্জি বিজেপি’র তরফে জানানো হয়েছিল, তাও খারিজ বৃহস্পতিবার খারিজ করে দেয় আদালত৷ প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। সেই সঙ্গেই আদালতের নির্দেশ, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, মিছিল থেকে এমন কোনও মন্তব্য করা যাবে না৷ 

আদালতের রায় আসতেই সুর চড়ান কুণাল ঘোষ৷ তৃণমূল মুখপাত্র বলেন, “এই নির্দেশ শুভেন্দুর গালে আদালতের থাপ্পড়।” তাঁর কথায়, “বাংলায় শান্তিসম্প্রীতির মিছিল হবে। কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন নেই। রাজ্য পুলিশই যথেষ্ট। শুভেন্দুরা বিভেদ করতে চেয়েছিল। আদালত ওদের গালে কষিয়ে চড় মেরেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =