পশ্চিমবঙ্গে এখনই নয় NRC, স্পষ্ট করলেন কৈলাস বিজয়বর্গীয়

কলকাতা: পশ্চিমবঙ্গে আপাতত লাগু হচ্ছে না নাগরিকত্ব সংশোধনী আইন। শনিবার ঠাকুরনগরে গিয়ে একথা জানান বিজেপি নেতা ও পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি এও জানান, অমিত শাহ এর পরের বার পশ্চিমবঙ্গ সফর করার সময় কোনও জনসভাও করবেন না। 

কলকাতা: পশ্চিমবঙ্গে আপাতত লাগু হচ্ছে না নাগরিকত্ব সংশোধনী আইন। শনিবার ঠাকুরনগরে গিয়ে একথা জানান বিজেপি নেতা ও পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি এও জানান, অমিত শাহ এর পরের বার পশ্চিমবঙ্গ সফর করার সময় কোনও জনসভাও করবেন না। 

সম্প্রতি বাংলায় পায়ের তলার মাটি শক্ত করতে তৎপর বিজেপি। পরবর্তী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তারা। তাই রাজ্যের সমস্ত বিজেপি নেতা ও নেত্রীর সঙ্গে মাঝেমধ্যেই চলছে আলোচনা। শনিবার সম্ভবত সেই নিয়ে কথা বলতেই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কৈলাস। ঠাকুরনগরেই তিনি জানান, দেশে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুর দিকে নাগরিকত্ব সংশোধনী আইন জারি হবে। তখন মতুয়ারাও নাগরিকত্ব পাবেন। তিনি এও জানান, কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এদিন কৈলাস বিজয়বর্গীয় স্পষ্ট জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে এখনই নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। 

কৈলাসের এই মন্তব্যের পর তৃণমূল বিজেপিকে একহাত নিয়েছে। তাদের বক্তব্য, মতুয়ারা তো এদেশেরই নাগরিক। তাহলে নতুন করে নাগরিকত্বের প্রশ্ন আসছে কোথা থেকে। মনে করা হচ্ছে, অসমে নাগরিকত্ব সংশোধনী আইন জারি করার পর অনেক সমস্যা দেখা গিয়েছে। এই আইন বাতিল নিজেও বিজেপির অন্দরে কথা উঠছে। তাই বাংলায় কোনওভাবেই নির্বাচনের আগে এই ইস্যু সামনে আনতে চায় না বিজেপি। তাতে ভোট ব্যাংকে কোনও প্রভাবে পড়বে না বলে মনে করছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − ten =