‘হেরিটেজ’ হওয়ার পর বিশ্বভারতীয় ফলকে নাম নেই রবীন্দ্রনাথের! আন্দোলনের হুঁশিয়ারি মমতার

‘হেরিটেজ’ হওয়ার পর বিশ্বভারতীয় ফলকে নাম নেই রবীন্দ্রনাথের! আন্দোলনের হুঁশিয়ারি মমতার

ce4568bf3cf26296a16d6e728b68a40b

কলকাতা: বাংলার গর্ব আরও বেড়েছে। কারণ হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন। UNESCO হেরিটেজ পাওয়ার পরই বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে বিরাট ফলক বসেছে। কিন্তু এখন সেই ফলক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চরমভাবে রাজনীতি করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে রাজ্যের তরফে। এদিন এই নিয়ে খোদ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আন্দোলন করার হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন। 

আসলে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে যে বিরাট ফলক বসেছে তাতে কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই! শ্বেতপাথরের ওপর খোদাই করা রয়েছে আচার্য হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। সেই নিয়ে বিতর্ক। আজ সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যই হেরিটেজ হয়েছে শান্তিনিকেতন। আর আজ বিশ্বভারতী থেকে ওঁর নামই সরিয়ে দিয়েছে। পুজো বলে এতদিন চুপ ছিলেন তারা, কিন্তু এবার আন্দোলন করা হবে বলে জানান। চলতি সপ্তাহের মধ্যে যদি ফলকে রবি ঠাকুরের নাম না আসে তাহলে আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন তিনি। 

শুধু মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস নয়, এই বিষয়টি নিয়ে নিন্দা করেছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল এমনকি ঠাকুর পরিবারের সদস্যও। তাদের বক্তব্য, যা হচ্ছে তা নতুন কিছু নয়। এমনিতেও বিশ্বভারতীর কোনও আদর্শ এখন আর মানা হয় না। কিন্তু গোটা ইস্যুতে লজ্জার কোনও শেষ নেই।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *