আর নয় অন্যায়! ভোটের আগে নয়া কর্মসূচির ঘোষণা বিজেপির

আর নয় অন্যায়! ভোটের আগে নয়া কর্মসূচির ঘোষণা বিজেপির

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে ফের বড়সড় জনসংযোগ কর্মসূচি গ্রহণ করল বঙ্গ বিজেপি৷ এবারের নয়া কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘আর নয় অন্যায়’৷ কর্মসূচি চলবে গোটা রাজ্যজুড়ে৷ বাংলা ভোটের আগে প্রচারের ঝড় তুলতে এই  কর্মসূচি বলে জানানো হয়েছে৷ আজ বিকালে সাংবাদিক বৈঠক করে নয়া কর্মসূচির ঘোষণা করেছেন দিলীপ ঘোষ৷

প্রথমাবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কর্মসূচি চলবে৷ তারপর মাঠে ময়দানে নেমে মিছিল-মিটিং করা হবে বলে ঘোষণা করেছেন দিলীপ ঘোষ৷ পয়লা মার্চ অমিত শাহের সভা থেকে কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি৷ পথযাত্রা থেকে শুরু করে লিফলেট বিলি, সভা-সমিতি করা হবে৷

পুরসভা ও বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবার পথে নামার কর্মসূচি নিয়েছে বিজেপি৷ বাংলায় যেখানে অন্যায় হবে সেখানে বিজেপি ছুটে গিয়ে এই কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ৷ একই সঙ্গে এই কর্মসূচিকে সামনে রেখে নতুন করে গান রচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 8 =