রাস্তায় দাঁড়িয়ে গাড়ির কাগজ পরীক্ষা আর নয়, বাংলায় চালু হবে এই ব্যবস্থা?

রাস্তায় দাঁড়িয়ে গাড়ির কাগজ পরীক্ষা আর নয়, বাংলায় চালু হবে এই ব্যবস্থা?

কলকাতা: গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় হয়রানির দিন শেষ৷ আগামী পয়লা অক্টোবর থেকে গোটা দেশে চালু হচ্ছে নয়া ব্যবস্থা৷ এবার থেকে ইলেক্ট্রনিক ব্যবস্থায় পেপারলেস গাড়ির কাগজপত্র পরীক্ষা হবে৷

অতিসম্প্রতি কেন্দ্রীয় সরকার লোকসভায় মোটর ভেহিকল আইনে সংশোধনী করেছে৷ আইন কার্যকর করার আগে কেন্দ্রীয় আইনের এই পরিবর্তন সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে বিস্তারিত তথ্য  পাঠিয়ে দিয়েছে বলে খবর৷ তবে, বাংলায় এই ব্যবস্থা আদৌও চালু হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷

জানা গিয়েছে, আগামী পয়লা অক্টোবর থেকে বিশেষ যন্ত্র বা মোবাইল লিঙ্ক ট্রাফিক পুলিশকর্মীদের হাতে তুলে দেওয়া হবে৷ ওই যন্ত্রণের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের তথ্য দিয়ে ক্লিক করলেই গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য সামনে চলে আসবে৷ পুলিশকর্মী মুহূর্তেই জেনে যেতে পারবেন, ওই গাড়িটির কাগজ ঠিকঠাক আছে কি না৷ আর এরফলে রাস্তার মাঝে আর গাড়ি দাঁড় করিয়ে চালক কিংবা মালিকের কাছে কাগজপত্র দাবি করতে পারবেন না ট্রাফিক পুলিশ৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হলে রাস্তায় ট্রাফিক পুলিশের বাড়বাড়ান্ত কিছুটা কমবে৷ 

জানা গিয়েছে, নয়া এই ব্যবস্থায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে গাড়ি নথপত্র যেমন, পারমিট থেকে শপরু করে  পলিউশন থেকে রোড ট্যাক্স, লাইসেন্স সব বেরিয়ে আসবে৷ যন্ত্রের মাধ্যমে ডিজিটাল তথ্য দেখার পর  পদক্ষেপ নিতে পারবে পুলিশ৷ তবে, আগামী পয়লা অক্টোবর থেকে গোটা দেশজুড়ে এই বিধি কার্যকর হলেও রাজ্য সরকার কী করবে তা এখনও নিশ্চিত নয়৷ রাজ্য পরিবহণ দফতর এ নিয়ে এখনও কিছু প্রকাশ করেনি৷ তবে, এটা কেন্দ্রীয় আইন৷ রাজ্য মানতে হবে৷ তবে, কবে থেকে তা চালু হবে, নবান্ন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + four =