টিভি দেখতে বাড়তি টাকা না হাইকোর্টের, ট্রাইয়ের নির্দেশিকায় স্থগিতাদেশ

কলকাতা: শুরু আগেই ধাক্কা৷ টিভির পর্দায় বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান দেখার জন্য টেলিকম অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাইয়ের নির্দেশিকা উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ চালু থাকবে৷ ফলে, পরবর্তী শুনানি না পর্যন্ত এখনকার মতো সব চ্যানেল দেখতে পারেব দর্শকরা৷ এদিন মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, পয়লা ফ্রেব্রুয়ারি

49b9c1f92b3b3d369ad4211bf632290a

টিভি দেখতে বাড়তি টাকা না হাইকোর্টের, ট্রাইয়ের নির্দেশিকায় স্থগিতাদেশ

কলকাতা: শুরু আগেই ধাক্কা৷ টিভির পর্দায় বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান দেখার জন্য টেলিকম অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাইয়ের নির্দেশিকা উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ চালু থাকবে৷ ফলে, পরবর্তী শুনানি না পর্যন্ত এখনকার মতো সব চ্যানেল দেখতে পারেব দর্শকরা৷

এদিন মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, পয়লা ফ্রেব্রুয়ারি থেকে পে চ্যানেলের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে না গ্রাহকদের৷ ১৮ তারিখ পর্যন্ত কার্যকর হবে না ট্রাইয়ের নির্দেশ৷ রাজ্যের ৮০টি কেবল অথরিটির রুজু করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দেয় হাইকোর্ট৷ ট্রাই সূত্রের খবর, এই রায়ের বিরুদ্ধে হলফনামা দেবে তারা৷ মঙ্গলবার বিচারপতি অরিন্দম সিনহার বেঞ্চে স্থগিতাদেশের সিদ্ধান্ত ঘোষণা হয়। ১৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *