কলকাতা: বিহারের পর আসাদুদ্দিন ওয়াইসির নজরে এখন বাংলায়৷ একুশের নির্বাচনে বাংলায় জমি পেতে মরিয়া ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)৷ অন্যদিকে মিমের আগমনে সংখ্যালঘু ভোট নিয়ে নতুন করে অঙ্ক কষতে শুরু করেছে রাজনৈতির দলগুলি৷ বিজেপি’র বি টিম বলে তোপ দাগতে শুরু করেছে তৃণমূল৷ কোটি কোটি টাকা দিয়ে বিজেপি হায়দরাবাদ থেকে রাজনৈতিক দলকে বাংলায় ডেকে আনছে বলেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন ওয়াইসি৷ তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত এমন কেউ জন্মায়নি যে টাকা দিয়ে আসাদুদ্দিন ওয়াইসিকে কিনতে পারে৷’’ মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জাগির’ (সম্পত্তি) নয় বলেও সুর চড়ান লোকসভার এই সাংসদ৷
আরও পড়ুন- ‘অসত্য কথা বলে ভোট নিই না, যা বলব তাই করবো’, বিজেপিকে একহাত নিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানানোর পরই তাঁকে এক হাত নেন মিম প্রধান৷ ওয়াইসি বলেন, ‘‘টাকা দিয়ে আসাদুদ্দিন ওয়াইসিকে কেনা যায় না৷ ওঁর অভিযোগ ভিত্তিহীন৷ উনি নিজের ঘর নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন৷ একের পর এক নেতা তাঁর দল ছেড়ে বিজেপি’তে নাম লেখাচ্ছেন৷’’ বিহার নির্বাচনে খাতা খোলার পরই বাংলায় পা রাখার কথা ঘোষণা করেছিলেন হায়দরাবাদের নেতা আসাদুদ্দিন ওয়াইসি৷ বিহারে বাংলা সীমান্ত লাগোয়া মুসলিম অধ্যুষিত এলাকায় পাঁচটি আসনে জয়ী হয় তাঁর দল৷
প্রসঙ্গত মঙ্গলবার একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘মুসলিম ভোট ভাগাভাগি করতেই কোটি কোটি টাকা খরচ করে হায়দরাবাদ থেকে একটি দল নিয়ে আনছে বিজেপি৷ বিজেপি’র লক্ষ্য হিন্দু ভোট আর হায়দরাবাদের এই দলটি চায় মুসলিম ভোট খেতে৷ বিহার নির্বাচনেও তারা একই কাজ করেছে৷ এটি হল বিজেপি’র বি-টিম৷’’ এর পরেই টুইট করে ওয়াইসি বলেন, ‘‘এতদিন আপনি আপনার আজ্ঞাবহ মীর জাফার এবং সাদিকের সঙ্গে কাজ করেছেন৷ যে সকল মুসলিম তাঁদের নিজেদের জন্য চিন্তাভাবনা করেন ও নিজেদের জন্য কথা বলেন আপনি তাঁদের পছন্দ করেন না৷ আপনি বিহারে আমাদের ভোটারদের অপমান করেছেন৷ বিহারে কী হয়েছিল মনে রাখবেন৷ মুসলিম ভোট আপনার জারিগ নয়৷’’
আরও পড়ুন- ‘একটা-দুটো জোয়ারে আসে ভাটায় চলে যায়, কিছু এসে যায় না’, আত্মবিশ্বাসী মমতা
আগামী বছর বঙ্গ বিধানসভা ভোটে লড়াই করবেন ওয়াইসি৷ রাজনীতির কারবারিরা বলছেন, সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভাগ বসাতে চলেছে মিম৷ এর প্রভাব পড়তে চলেছে তৃণমূলের ভোট বাক্সে৷ আগামী এপ্রিল মে মাসে বঙ্গে ভোট হবে ২৯৪টি আসনে৷