ইদের দিনে লকডাউন হবে না বাংলায়, ৯ দিনের লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইদের দিনে লকডাউন হবে না বাংলায়, ৯ দিনের লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: ফের লকডাউন মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন থাকবে৷ একই সঙ্গে চলবে সাপ্তাহিক লকডাউন৷ কিন্তু চলতি সপ্তাহের শনিবার লকডাউন হবে না৷ কারণ ওই দিন ইদ রয়েছে৷ রাজ্যে সম্প্রীতি সঙ্গে যেতে ইদ পালন করা হয় সেই জন্য শনিবার ছাড় দেওয়া হচ্ছে৷ এরপরের শনিবার-রবিবার থেকে লকডাউন চলবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে, ১ আগস্ট ১৫ আগস্ট লকডাউন হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আজ নবান্নে প্রথম দফায় লকডাউনে সূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূচি ঘিরে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়৷ মুহূর্তেই পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি নতুন দিনক্ষণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- কবে খুলবে স্কুল-কলেজ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়াল বন্ধের মেয়াদ

দ্বিতীয় দফায় সংশোধিত লকডাউনের ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, আগে তিনি ঘোষণা করেছিলেন তা ঠিক নয়৷ নতুন দিনক্ষণ ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অগাস্ট মাসে ২ অগাস্ট রবিবার, ৫ অগাস্ট,  ৮ অগাস্ট শনিবার, ৯ অগাস্ট রবিবার, ১৬ অগাস্ট রবিবার, ১৭ অগাস্ট সোমবার, ২৩ অগাস্ট রবিবার, ২৪ অগাস্ট সোমবার, ৩১ অগাস্ট সোমবার রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে৷’’

অগাস্ট মাসে ৯ দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগস্ট মাসের এই ন’দিনের পূর্ণ লকডাউনের ফেরে রাজ্য করোনার চেন ভাঙা যাবে বলে দাবি মুখ্যমন্ত্রীর৷ এতে মানুষের কষ্ট হলেও সংক্রমণ ঠেকানো যায়, সেজন্য এই লকডাউন ঘোষণা বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − six =