কলকাতা: বিচারক না থাকার কারণে কলকাতা নগর দায়রার পকসো বিশেষ ‘মডেল’ কোর্টে শুনানি থমকে রয়েছে। এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবী থেকে বিচারপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, মামলার শুনানি থমকে আছে। ফলে শুনানির দিনগুলিতে ছোট ছেলে মেয়েরা তাদের বাড়ির লোকজনের সঙ্গে আসছে, আর ফিরে যাচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। অনেকেরই বক্তব্য, খোদ শহরের বুকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আদালতে গত দেড় মাস ধরে মামলার শুনানি না হওয়াটা এক কথায় দুর্ভাগ্যজনক। জানা গিয়েছে, এই বিশেষ আদালতের বিচারক অসুস্থ। তাই বর্তমানে এখানে মামলার শুনানি বন্ধ রয়েছে।
নেই বিচারক, শুনানি বন্ধ নগর দায়রার ‘মডেল’ কোর্টে
কলকাতা: বিচারক না থাকার কারণে কলকাতা নগর দায়রার পকসো বিশেষ ‘মডেল’ কোর্টে শুনানি থমকে রয়েছে। এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবী থেকে বিচারপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, মামলার শুনানি থমকে আছে। ফলে শুনানির দিনগুলিতে ছোট ছেলে মেয়েরা তাদের বাড়ির লোকজনের সঙ্গে আসছে, আর ফিরে যাচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। অনেকেরই বক্তব্য, খোদ শহরের বুকে এই ধরনের