কলকাতা: বর্ষার মরশুম শুরু হয়ে যাওয়ার পরেও দক্ষিণবঙ্গ সেইভাবে বৃষ্টি পাচ্ছে না। উত্তরবঙ্গে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তার কিছু অংশও হচ্ছে না দক্ষিণে। তাই হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা বা মাঝারি বৃষ্টিপাত হয়েছে৷ তাতে অবশ্য পরিস্থিতিতে বড়সড় বদল আসেনি। গুমোট গরম রয়েই গিয়েছে। তাহলে কি ভারী বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গে? এই নিয়ে ইঙ্গিত দিল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। কিন্তু শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। তারা জানাচ্ছে, জুন মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বেড়েছিল। কিন্তু এখন আর তেমন ইতিবাচক পরিস্থিতি নেই বৃষ্টির জন্য। সেই কারণে তার পরিমাণও কমে গিয়েছে। যদিও উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় শনিবার মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
বৃষ্টি না হওয়া এবং অল্প অল্প করে গরম বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা চিন্তিত। গড় উষ্ণতা ক্রমাগত বাড়তে থাকায় পরিবেশের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে তা নিয়ন্ত্রণে না আনতে পারলে আগামী দিনে আরও বেশি বিপদ বাড়বে বলেই দাবি করা হচ্ছে। আদ্যপ্রান্ত বর্ষাকালে বৃষ্টি সেইভাবে না হওয়াটা অস্বাভাবিক বলেই ধারণা করা হচ্ছে। তবে সারাদিন মেঘলা থাকার কারণে তীব্র গরম থেকে কিছুটা রেহাই পাচ্ছে মানুষ।