মুখে নেই মাস্ক, এদিকে দীর্ঘতর ভ্যাকসিনের লাইন

মুখে নেই মাস্ক, এদিকে দীর্ঘতর ভ্যাকসিনের লাইন

 

ইসলামপুর: সকাল থেকে ভ্যাকসিনের লম্বা লাইন৷ উধাও মাক্স৷ সামাজিক দূরত্ব বালাই নেই। এমনই চিত্র ধরা পরল ইসলামপুর ব্লকের রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

যেখানে ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে ৩০০ জনকে, সেখানে শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। ভ্যাকসিন নিতে এসে করানো আক্রান্ত হবে না তো? উঠছে প্রশ্ন৷ একাংশের অবিযোগ, সাত দিন ধরে ঘুরেও ভ্যাকসিন পাইনি৷ কেউ আবার বলছে, রাতভর জেগে ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে আছি। অথচ অধিকাংশের মুখেই নেই মাস্ক৷ মাস্ক  পড়েননি কেন? প্রশ্ন শুনে কেউ তৎক্ষণাৎ আমতা আমতা করে বলছেন, ‘‘পরেছিলাম, এই মাত্র পকেটে ঢুকিয়েছিলাম৷’’ কেউ বা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘‘সবাই মাস্ক পড়েনি, তাই আমিও পড়ছি না৷’’

দোড়গড়ায় করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা৷ বিশেষজ্ঞরা বলছেন- করোনার দ্বিতীয় ঢেউয়ের থেকেও ভয়ঙ্কর রূপ নিতে পারে তৃতীয় ঢেউ৷ স্বভাবতই প্রশ্ন উঠছে, ভ্যাকসিন নিতে এসে এমন অবস্থা থাকলে তৃতীয় ঢেউয় কি আটকানো সম্ভব হবে? বিশেষজ্ঞরা বলছেন, যেখানে সাধারন মানুষকে সচেতন করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বয়ং রাস্তায় নেমে বারবার বলছেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন, মাক্স পড়বেন, হাত ধোবেন। কিন্তু কেউ ন্যূনতম সতর্কতাও মানছেন না৷ স্বভাবতই প্রশ্ন উঠছে, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =