BJP বিধায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, কাঁথি কো-অপারেটিভ থেকে সরছেন শুভেন্দু ?

BJP বিধায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, কাঁথি কো-অপারেটিভ থেকে সরছেন শুভেন্দু ?

28ae7f9f73a5cb2c23d6b17fb47e288f

কাঁথি: কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ইস্তফা চেয়ে সোচ্চার হয়েছে তৃণমূল৷ ক’দিন আগেই তৃণমূল বিধায়ক অখিল গিরির নেতৃত্বে কাঁথি ব্যাঙ্কের সামনে বিক্ষোভও প্রদর্শন করেন শাসক দলের নেতারা৷ এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ল৷ ফলে আরও ধারাল হল তৃণমূলের হাতের অস্ত্র৷ 

আরও পড়ুন- বিধানসভায় তৃণমূলের ভাষা সন্ত্রাস, অধ্যক্ষকে ‘দলদাস’ বলে তোপ শুভেন্দুর

দিল্লিতে সলিসিটার জেনারেল তুষার মেহতার সঙ্গে বৈঠক নিয়ে ইতিমধ্যেই চাপে রয়েছেন বিরোধী দলনেতা৷ এবার পূর্ব মেদিনীপুরে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে তাঁর অপসারণের দাবিতে অনাস্থা প্রস্তাব জমা পড়ায় অস্বস্তিতে শুভেন্দু৷ এই অনাস্থা প্রস্তাবে সই করেছেন ব্যাঙ্কের সাত জন ডিরেক্টর৷ সংস্থার  সেক্রেটারি পার্থপ্রতিম পতির কাছে এই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, এই ব্যাঙ্কে মোট ১৪ জন ডিরেক্টর রয়েছেন৷ তার মধ্যে ভোট দেন ১২ জন৷ সংখ্যাগরিষ্ঠ ডিরেক্টরই তাঁর বিরুদ্ধে অনাস্থা আনায় কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুর সরাটা প্রায় নিশ্চিত৷ নোট বাতিলের সময় আর্থিক অনিয়ম থেকে শুরু করে ঘনিষ্ঠদের ঋণ পাইয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ গত ১৪ জুন এই বিষয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যাঙ্কেরই শেয়ারহোল্ডার সদস্য রীনা দাস৷ 

আরও পড়ুন- শুভেন্দুর শব্দচয়নে আপত্তি স্পিকারের! ‘জয় শ্রীরাম’ স্লোগানে উত্তাল বিধানসভা, বয়কট

অন্যদিকে এই অনাস্থার নেপথ্যে তৃণমূলের ভূমিকাই দেখছেন শুভেন্দু৷ কারণ কয়েক দিন আগে শুভেন্দুর অপসারণ চেয়ে এই ব্যাঙ্কের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন অখিল গিরি সহ তৃণমূলের নেতা কর্মীরা৷ প্রসঙ্গত, কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠলেও এক সময় এই ব্যাঙ্ক ছিল উত্তর-পূর্ব ভারতের মধ্যে শ্রেষ্ঠ৷ ওডিশার কটক কো-অপারেটিভ ব্যাঙ্কের পরেই রয়েছে কাঁথি৷ শুভেন্দুকে এই ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে সরাতে উঠেপড়ে লেগেছে তৃণমূল৷ অখিল গিরির কথায়, সরকারের যদি সমালোচনাই করতে হয়, তাহলে কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে সরে দাঁড়ান৷ তাছাড়া অবৈধ ভাবে শুভেন্দু কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন বলেও অভিযোগ৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *