Aajbikel

ফের নিম্নচাপের ভ্রূকুটি! বৃষ্টিতে ভেস্তে যাবে শীতের ছন্দ? কেমন থাকবে বাংলার আকাশ?

 | 
বৃষ্টি

কলকাতা: দিন কয়েক আগেই ঘূর্ণিঝড় সিত্রাং-এর দাপটে লন্ডভন্ড হয়েছে পড়শি বাংলাদেশ৷ বরাত জোড়ে সে যাত্রায় বেঁচে গিয়েছে বাংলা৷ এর পর থেকেই রাজ্যে বেশ শীত শীত আমেজ৷ সকাল হলেই বেশ শিরশিরানি ভাব৷ ভোরের আকাশ জুড়ে কুয়াশার চাদর৷ কবে জাঁকিয়ে পড়বে শীত? সেই অপেক্ষায় দিন গুণছে বঙ্গবাসী৷ কিন্তু, এরই মধ্যে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস৷ ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ৷ চলতি সপ্তাহের শেষেই সেই নিম্নচাপ ঘনীভূত হওয়া শুরু হবে৷ যার ফলে বঙ্গে শীতের ইনিংস শুরু করার আগেই আরও একদফা বৃষ্টিপাতের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে৷ এই নিম্নটাপের কতটা প্রভাব পড়বে রাজ্যে? কী জানাচ্ছে হাওয়া অফিস?

আরও পড়ুন- বার বার লটারি জিতেছেন অনুব্রত- সুকন্যা! লটারির রহস্য ভেদে নেমে CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে৷ আগানী পাঁচ দিন রাতের তাপমাত্রাতেও বড়সড় হেরফের হবে না৷ সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়বে৷ আকাশ থাকবে ঝলমলে৷ তবে উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং জেলায় বৃষ্টিপাত চলছে। 


মার্কিন বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ঘূর্ণিঝড় মানদৌসের যে ইঙ্গিত দিয়েছে, তা এখনও পর্যন্ত কোনও উপগ্রহ চিত্রে ধরা পড়েনি। তবে দক্ষিণ আন্দামান সাগরের আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে কড়া নজর রাখছে দিল্লির মৌসম ভবন। তাঁরা জানাচ্ছে, এখনও পর্যন্ত নিম্নচাপ তৈরির মতো পরিস্থিতি সাগরে তৈরি হয়নি। আগামি ৭২ ঘন্টার মধ্যে লঘুচাপের পরিস্থিতি তৈরি হয় কিনা, সেদিকেই নজর রাখা হচ্ছে৷ তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব এ রাজ্যের উপর পড়বে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা৷ ঘূর্ণাবর্তের জেরে মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আইএমডি সূত্রে খবর৷ 


এদিকে, হাওয়া অফিস জানাচ্ছে, বাংলা সংলগ্ন সাগরে আপাতত কোনও ঘূর্ণাবর্ত নেই৷ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই। আগামী কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্র ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে৷ কলকাতায় পুরোপুরি শীত পড়তে এখনও বেশ দেরী রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর৷ 


এদিকে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা নেই। তবে নিম্নচাপ শক্তিশালী হলে বাংলায় তাপমাত্রার উপর কিছুটা প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। মনে করা হচ্ছে এই নিম্নচাপটি শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করবে৷ যার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে৷ 

Around The Web

Trending News

You May like