Aajbikel

সমন পাঠালেও গ্রেফতার নয়! ইডি তলব নিয়ে বিরাট স্বস্তি অভিষেকের

 | 
অভিষেক

কলকাতা: ইডি সমন পাঠালেও গ্রেফতার করতে পারবে না! কলকাতা হাইকোর্ট এমনই মৌখিক নির্দেশ দিয়ে বিরাট স্বস্তি দিয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন এই নির্দেশ দিয়েছেন। সিএফএসএল আজ লিপস এণ্ড বাউন্স কোম্পানির ফাইল মামলায় রিপোর্ট জমা দিয়েছে। তারপরই এই নির্দেশ দেয় আদালত। 

এদিন মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ২৫ আগস্ট ইডি আধিকারিকরা কোম্পানির কম্পিউটার থেকে ১৬টি ফাইল কোনও অনুমতি ছাড়াই ডাউনলোড করে। এটা তদন্তের বিষয় ছিল না। এছাড়া তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও আর্থিক তছরূপ, বা কারোর থেকে বেআইনি টাকা নেওয়ার প্রমাণ নেই। তবু তাঁকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এতে গ্রেফতারির সম্ভাবনা থাকছে। তাঁর স্পষ্ট কথা, ইডির ওপর ভরসা নেই। 

যদিও এর পাল্টা ইডির আইনজীবী বলেন, কিছু প্রশ্নের উত্তর জানা দরকার সেই জন্যই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর আদালত নির্দেশ আছে যে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তাই গ্রেফতারির প্রসঙ্গ আসে না। ইডির তরফে আইনজীবী এও বলেন, প্রমাণপত্র জোগাড় করতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই তরফের যুক্তি শুনে বিচারপতি তাঁদের চুড়ান্ত বক্তব্য লিখিত আকারে জমা দিতে নির্দেশ দিয়েছেন আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে। প্রসঙ্গত, বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আর আগামীকালই বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা নয়াদিল্লিতে। আর তাতেই  বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র দেখছে তৃণমূল। 

Around The Web

Trending News

You May like