দিনহাটা: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড দিনহাটায়৷ তাঁর কনভয় লক্ষ্য করে চলল বোমা, গুলি৷ ছোড়া হল পাথর৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোচবিহারের দিনহাটার বুড়িরহাট এলাকায়।
শনিবার দুপুরে চলছিল নিশীথের জনসংযোগ কর্মসূচি৷ পূর্ব ঘোষিত ওই কর্মসূচি মেনে দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন করে ‘ক্ষতিগ্রস্ত’ বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসংযোগে ব্যস্ত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দুপুরের দিকে দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয়ে পৌঁছতেই তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে৷ সেখান থেকে শুরু হয় হাতাহাতি৷ এর পরই কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় লক্ষ্য করে ঢিল ছোড়ে তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির কাচ ভেঙে যায়৷ নিরাপত্তারক্ষীরা কোনও ভাবে নিশীথকে সেখান থেকে বের করে নিয়ে যান। বড়সড় অশান্তি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ তৃণমূল সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে৷ ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল৷
এই ঘটনার পর নিশীথ বলেন, ‘‘বাংলা এখন দুষ্কৃতীদের রাজত্ব হয়ে গিয়েছে। যে ভাবে দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে, সেখানে কোনও স্বাভাবিক রাজনীতির পরিবেশ হতে পারে না।’’ তাঁর কনভয়ে হামলা প্রসঙ্গে নিশীথের মন্তব্য, ‘‘বাংলার মানুষ দেখুন, এখানে কী চলছে।’’
আচমকা জনবহুল এলাকায় গুলির শব্দ ও বোমাবাজিতে আতঙ্কের সৃষ্টি হয়। তবে গুলি, বোমায় কেউ জখম হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ এনিয়ে নিশীথের বক্তব্য, ‘‘এখানে আগে থেকেই আমাদের উপর হামলার ছক কষা হয়েছিল। পুলিশ আমাদের নিরাপত্তা দেবে কী? তাদের ব্যারিকেড তো হামলাকারীদের বাঁচাতে। আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। রাজ্যের মানুষ তো দেখছেন কী হচ্ছে।” এই ঘটনায় এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>