নির্মলার বাজেটে কী পেল বাংলা? তুঙ্গে চর্চা

নির্মলার বাজেটে কী পেল বাংলা? তুঙ্গে চর্চা

কলকাতা: বাজেট পেশ হলে সব রাজ্যেরই মানুষের নজর থাকে সেই রাজ্যের ঝুলিতে সরাসরি কী এল। এবার কলকাতার ভারতীয় যাদুঘরের জন্য বড়সর ঘোষণা রয়েছে বাজেটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন বাজেট পেশ করতে গিয়ে জানান ভারতীয় যাদুঘরের উন্নয়নে বিশেষ জোর দেবে কেন্দ্র। গত জানুয়ারিতেই প্রধানমন্ত্রী কলকাতায় ভারতীয় যাদুঘরের উন্নতি নিয়ে ঘোষণা করেছিলেন। তারই প্রতিফলন দেখা গেল বাজেটে।

প্রধানমন্ত্রী ভারতীয় যাদুঘরের উন্নয়নের পাশাপাশি মুদ্রা বিজ্ঞান ও বাণিজ্য নিয়ে একটি মিউজিয়াম তৈরি হবে বলেও জানান। যা তৈরি হবে ওল্ড মিন্ট বিল্ডিং-এ। কলকাতার এই প্রাচীন স্থাপত্যে এই মিউজিয়াম গড়ে উঠলে তাকে ঢেলে সাজাতে যে হবে তা বলাই বাহুল্য। ফলে কলকাতার ওল্ড মিন্ট বিল্ডিং যে ভোল বদলাতে চলেছে তা এদিন স্পষ্ট করে দিলেন অর্থমন্ত্রী।

রাঁচিতে একটি আদিবাসী মিউজিয়াম তৈরি করা হবে বলেও এদিন জানান অর্থমন্ত্রী। আমেদাবাদে তৈরি হবে মেরিটাইম মিউজিয়াম। অর্থাৎ সমুদ্র বাণিজ্য বা যাতায়াত থেকে নানা বিষয় এই মিউজিয়ামে জায়গা পাবে। ৫টি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রেও মিউজিয়াম তৈরি করছে সরকার। আগামী অর্থবর্ষে পর্যটনে জোর দিতে ২৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। নেওয়া হয়েছে একাধিক প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *