কলকাতা: রামনবমীর দিনে বাংলার কয়েকটি জায়গায় ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলির তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। তবে শীর্ষ আদালত থেকে ধাক্কা পেল তারা। কারণ রাজ্য সরকারের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। অর্থাৎ রামনবমীর ঘটনার তদন্তের ভার এনআইএ-এর হাতেই থাকতে চলেছে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সোমবার এই মামলায় রাজ্যের আবেদন খারিজ করেছে। তারা জানিয়েছেন, এনআইএ তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে সেই ব্যাপারে তারা হস্তক্ষেপ করবেন না। এক কথায়, রাজ্য সরকারের আবেদন এই বেঞ্চ খারিজ করে দিয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশে স্থগিতাদেশ চেয়েছিল রাজ্য, তা খারিজ হয়েছিল। এবার নির্দেশ বাতিলের আর্জিও খারিজ হল সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত, রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া-চন্দননগর, উত্তর দিনাজপুরের ডালখোলায় গোষ্ঠী হিংসার ঘটনা ঘটে।
গোটা ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশই এখন বহাল রেখে দিল সুপ্রিম কোর্ট।