‘করোনা’ আক্রান্ত তৃণমূল নেতা ছত্রধরের ‘জেলওয়াপসি’র প্রস্তুতি NIR-এর!

‘করোনা’ আক্রান্ত তৃণমূল নেতা ছত্রধরের ‘জেলওয়াপসি’র প্রস্তুতি NIR-এর!

কলকাতা: সদ্য জেল থেকে মুক্তি পেয়ে তৃণমূলের গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন জঙ্গলমহলে একাদা ‘বেতাজ বাদশা’ ছত্রধর মাহাত৷ রাজনীতিতে উত্থান ঘটলেও বিতর্ক পিছু ছাড়ছে না জঙ্গলমহলের তৃণমূল নেতাকে কেন্দ্র করে৷ ছত্রধরের জেলমুক্তির পর পুরোদমে মাঠে নেমে পড়ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ৷ ২০০৯ সালের লালগড়ে ২ সিপিএম কর্মীকে খুনের ঘটনায় ছত্রধর-সহ ৫ জনকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে ইতিমধ্যেইন আর্জি জানিয়েছে এনআইএ৷ তদন্তের গতি বাড়তেই আচমকা করোনা আক্রান্ত হন ছত্রধর৷ ছত্রধরের করোনা রিপোর্টে প্রকাশ্যে আসতেই সংশয় প্রকাশ করে ফের তাঁর কোভিড পরীক্ষার আর্জি জানান এনআইএ৷ কিন্তু, আজ সেই রিপোর্ট নেগেটিভ এলেও ‘অসুস্থতা’র কারণ দেখিয়ে ৩ দিন আদালতে হাজিরা এড়ালেন ছত্রধর৷ বাববার কেন হাজিরা এড়াচ্ছেন ছত্রধর? তদন্তের গতি বাড়াতে ছত্রধরের গ্রেফতারির দাবি জানিয়েছে এনআইএ৷

সিপিএম নেতা খুনের মামলায় আজ ব্যাঙ্কশাল আদালতে ছিল শুনানি৷ সেই শুনানিতে গরহাজির ছিলেন ছত্রধর৷ কেন তিনি গরহাজির? ছত্রধরের আইনজীবীর দাবি, ছত্রধর এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি৷ এড়াও গণপরিবহণ ব্যবস্থা ঠিকঠাক চালু না থাকায় ঝাড়গ্রাম থেকে তিনি কলকাতায় আসতে পারেননি বলেও দাবি জানানো হয়েছে আদালতে৷ করোনা রিপোর্ট পেশ করে আদালতে ছাত্রধারের আইনজীবীর তরফে দাবি করা হয়েছে, তিনি করোনা নেগেটিভ৷ এখনও তিনি অসুস্থ৷ ফলে, তিনি হাজিরা দিতে পারেননি৷ ৩ বার ছত্রধরের গরহাজির থাকার ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে এনআইএ৷ তদন্তের স্বার্থে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদনও করেছে এনআইএ৷ 

এনআইএর তরফে ইতিমধ্যেই আবেদনের জানানো হয়েছে, ২০০৯ সালের লালগড়ে ২ সিপিএম কর্মীকে খুনের ঘটনায় ৫ অভিযুক্তকে হেফাজতে নেওয়ার প্রয়োজন৷ প্রয়োজনে ইউএপিএ আইন লাগুর করার আবেদনও জানানো হয়৷ পৃথক পৃথক পিটিশনও দাখিল হয়েছে৷ এনআইএর পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করে ছত্রধরের আইনজীবী জানিয়েছেন, অভিযুক্তরা গরহাজির৷ ফলে, এই ধরনের আবেদনের শুনানি আইনসিদ্ধ নয়৷

অন্যদিকে, এনআইএ বিশেষ আদালতে অভিযুক্তদের হেফাজতে চেয়ে আবেদন করেছে? এনআইএ’র আইনজীবী আদালতে আগেই জানিয়েছিলেন, এই খুনের মামলার তদন্তের জন্য ওই ৫ জনকে হেফাজতে নেওয়াটা জরুরি৷ অভিযুক্তদের বক্তব্য শোনা প্রয়োজন৷ সম্প্রতি এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২৭ জন অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেছে৷ স্ত্রীকে সঙ্গে নিয়ে হাজিরও দিয়েছিলেন ছত্রধর৷ কিন্তু হঠাৎ অসুস্থ বোধ করায় আদালত ছেড়ে বেরিয়ে যান তিনি৷ পরে ছত্রধরের করোনা আক্রান্ত হওয়ার দাবি ঘিরে চরম সংশয় প্রকাশ করে এনআইএ৷ নতুন করে করোনা পরীক্ষারও আর্জি জানানো হয়েছে৷ খুনের মামলায় অভিযুক্তদের হেফাজতে চেয়ে এনআইএর আর্জির পরপর ছত্রধরের করোনা, অসুস্থতা কি হাজিরা এড়ানোর কৌশল? ভাবাচ্ছে আধিকারিকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =