কলকাতা: অবশেষে বোমা কাণ্ডের তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি৷ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের ভাট পাড়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনার তদন্ত ভার নিয়েছিল এন আই এ (NIA)। আজ জগদ্দল থেকে দুজনকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷
এন আই এ সূত্রের খবর, ধৃতদের নাম রাহুল কুমার ওরফে রাহুল সরোজ ওরফে রাহুল পাসি ও বাদল কুমার বাসফোর। দুজনেরই বাড়ি ভাট পাড়া এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় ধৃতদের নিয়ে আসা হয় সল্টলেকে এন আই এ অফিসে। প্রসঙ্গত, সাংসদের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনাটি গতে ৮ সেপ্টেম্বর৷ কাকভোরে বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে৷ সেসময় সেখানে কেউ ছিলেন না৷ ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি৷
ঘটনার সময় বিজেপি সাংসদ দিল্লিতে ছিলেন৷ পরে এলাকায় ফিরে তিনি দাবি করেছিলেন, তাঁকে প্রাণে মেরে ফেলতেই এই বোমা হামলা৷ ওই ঘটনায় এনআইএ তদন্তের আর্জি জানিয়েছিলেন সাংসদ৷ পরে এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সাংসদ পুত্র তথা স্থানীয় বিধায়ক অর্জুন পুত্র পবন কুমার সিং৷ তবে ওই ঘটনার ক’দিন পর ফের বোমা ছোঁড়া হয় সাংসদের বাড়ি লক্ষ্য করে৷ সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয় এলাকা৷ অবশেষে বোমা কাণ্ডে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা৷