তৃণমূলী ছত্রধরের বিরুদ্ধে ‘খাতা’ খুলছে এনআইএ! তদন্তে জঙ্গলমহলে ঘাঁটি

 ফের চাপ আসতে চলেছে ছত্রধর মাহাতোর ওপর। এনআইএ ছত্রধর মাহাতোর বিরুদ্ধে তদন্ত করতে শুরু করেছে। এনআইএ যাতে ছত্রধর মাহাতোর বিরুদ্ধে তদন্ত না করে, সেই কারণে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে হাইকোর্টের তরফে অ এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। পরবর্তী শুনানি সেপ্টেম্বরের একটি দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। 

 

কলকাতা:  ফের চাপের মুখে সদ্য তৃণমূলের রাজ্য কমিটিতে নাম লেখানো ছত্রধর মাহাতো৷ এনআইএ ছত্রধর মাহাতোর বিরুদ্ধে তদন্ত করতে শুরু করেছে বলে খবর৷ এনআইএ যাতে ছত্রধর মাহাতোর বিরুদ্ধে তদন্ত না করে, সেই কারণে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ তবে হাইকোর্টের তরফে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি৷ পরবর্তী শুনানি সেপ্টেম্বরের একটি দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন- বিশ্বভারতী-তাণ্ডব: শাস্তির কোপে ৪ পুলিশকর্মী, ‘রাজায়-রাজায় যুদ্ধে’র জের?

 

জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো। তবে এখন জঙ্গলমহলে তৃণমূলের ভরসা। তাঁর বিরুদ্ধে এনআইএয়ের তদন্তের আবেদন খারিজ করে ছত্রধর মাহাতোর আইনজীবী আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ ছত্রধর মাহাতোর আইনজীবী জানিয়েছিলেন, ছত্রধর মাহাতো এখন জঙ্গমহলে রয়েছে৷ তাই করোনা আবহে বারবার কলকাতার এনআইয়ের দফতরে যাওয়া সম্ভব নয়৷ তবে এনআইএ যদি জঙ্গলমহলে এসে তদন্ত করেন, সেক্ষেত্রে ছত্রধর মাহাতো তাঁদের সাহায্য করতে পারবেন৷ অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর আদালতকে জানান, জঙ্গলমহলে ক্যাম্প করে এনআইএ তদন্তকারীরা এই কাজ করবেন৷ এতে কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কোনও সমস্যা নেই৷

 

আরও পড়ুন- কর্মী ছাঁটাই, বেতন বন্ধের প্রতিবাদ-বিদ্রোহে কাঁপাল শ্রম কমিশনের দফতর

চলতি বছরের শুরুর দিকে ছত্রধর মহাতো জেলবন্দি জীবন থেকে মুক্তি পান৷ আর তখনই বাঁশপাহাড়িতে রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করা ও সিপিএম নেতা দীপক পাহাড়িকে খুনেক তদন্তের ভার স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএকে দেয়৷ এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =