কলকাতা: পঞ্চায়েত ভোটের আবহে রাজ্যের হিংসার ঘটনার কোনও শেষ নেই। শনিবার ভোটের দিন যেমন অশান্তি হয়েছে, আজ পুনর্নির্বাচনেও পরপর হিংসার খবর আসছে। এই পরিস্থিতির মধ্যেই এনআইএ গ্রেফতার করল এক তৃণমূল নেতাকে। কেন, না তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র! বীরভূমের নলহাটিতে এই ঘটনা ঘটেছে। চলতি পঞ্চায়েতে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ওই প্রার্থীকে নলহাটি থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে গ্রেফতার করার কারণ হিসেবে বলা হয়েছে, বয়ানে অসঙ্গতি। এর আগে গত ২৮ জুন ওই প্রার্থীর ক্রাশারের দফতরে হানা দিয়েছিল এনআইএ। সেখান থেকে ব্যাগবোঝাই বিস্ফোরক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তারপরই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছিল তদন্তকারীরা। জানা গিয়েছে, তৃণমূল নেতার দফতর থেকে প্রচুর জিলেটিন স্টিক, ৮৫ হাজার ইলেকট্রিক ডিটোনেটর এবং ২ হাজার কিলোগ্রামের বেশি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে।