কলকাতা: ভোট সন্ত্রাসের কথা মাথায় রেখেই রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগের কথা জানিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন৷ কিন্তু কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিল, ভোটে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের প্রয়োজন নেই। তারা এই ভোটে নজরদারি করতে পারবে না। কেন্দ্রীয় সংস্থাটি যে আবেদন করেছিল তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। ভোটের ৩ দিন আগে অবশেষে স্বস্তি পেল তারা।
পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্যে একাধিক হিংসার ঘটনা ঘটেছে, এখনও ঘটছে। এই অশান্তির ঘটনার প্রেক্ষিতেই জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছিল। বিষয়টি উল্লেখ করে সরকার ও নির্বাচন কমিশনকে চিঠিও দেয় তারা। কিন্তু নির্বাচন কমিশন আদালতের দ্বারস্থ হওয়ার পর এখন হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে এই পদক্ষেপের কোনও প্রয়োজন নেই। আদালতে নির্বাচন কমিশনের যুক্তি ছিল, ভোট সংক্রান্ত যে কোনও বিষয়ে নজরদারি এবং যে কোনও সমস্যা সমাধানের দায় তাদের। এক্ষেত্রে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন তাদের কাজে হস্তক্ষেপ করতে পারে না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই যুক্তিতে সায় দিয়েছে।
তবে মানবাধিকার কমিশনের বক্তব্য ছিল, ২০১৮ এবং ২০২১ সালের ভোটের সময়ে বাংলায় হিংসার ঘটনা ঘটেছে। তার পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্যই তারা এই পর্যবেক্ষক নিয়োগ করতে চাইছে। কিন্তু এ ব্যাপারে পরোক্ষে রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই আস্থা রেখেছে কলকাতা হাইকোর্ট।