১১ ঘণ্টা রাস্তায় থেকে মৃত্যু কোভিড আক্রান্তের, দেহ নিল না পরিবার

১১ ঘণ্টা রাস্তায় থেকে মৃত্যু কোভিড আক্রান্তের, দেহ নিল না পরিবার

e5c6d9e090bbfa83bfbd7e2cacbf5985

শিলিগুড়ি: করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন ব্যক্তি। কিন্তু হাসপাতালে চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে গেলেও শ্বাসকষ্টের সমস্যা ছিল। পরবর্তী ক্ষেত্রে প্রায় ১১ ঘণ্টা রাস্তায় শুয়ে ছিলেন তিনি। সেখানেই মারা যান। মৃতদেহ নিতে চায়নি পরিবারের সদস্যরা। অবশেষে এক স্বেচ্ছাসেবী সংস্থা তার দেহ সৎকার করতে এগিয়ে এলো। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে।

ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তি গত ৪ মে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তিনি পরবর্তী ক্ষেত্রে সুস্থ হয়ে যান, তবে শ্বাসকষ্টের সমস্যা ছিল। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে দিতে চাইনি, সেই কারণে রাস্তাতেই থাকতে হয়েছে তাকে। প্রায় ১১ ঘণ্টা রাস্তায় শুয়ে ছিলেন তিনি। ওই ব্যক্তির এই অবস্থার খবর পাওয়ার পর যখন ঐ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সেই জায়গায় পৌঁছন তখন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে তারা হাসপাতালে রওনা দেন। তাদের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত ছিল। কিন্তু অবশেষে সেটা দিয়েও কোন লাভ হয়নি। হাসপাতালে পৌঁছনোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। ওই ব্যক্তির দেহ পরিবারের সদস্যরা ফিরিয়ে না নেওয়ার কারণে ওই স্বেচ্ছাসেবী সংস্থার ব্যক্তির সৎকারের ব্যবস্থা করে। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *