প্রশান্ত কিশোরকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল? ব্যাপক জল্পনা

প্রশান্ত কিশোরকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল? ব্যাপক জল্পনা

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জেতার অন্যতম কারণ যে প্রশান্ত কিশোর তাতে কোনও সন্দেহ নেই। তিনি প্রথম থেকে চ্যালেঞ্জ নিয়েছিলেন যে নির্বাচনে বিজেপি দুই সংখ্যার আসন টপকাবে না, টপকালে তিনি তাঁর কাজ ছেড়ে দেবেন। অবশ্যই বাংলায় বিজেপি দুই সংখ্যার আসন টপকায়নি, কিন্তু কিশোর কাজ ছেড়েছেন। তিনি জানিয়েছেন, এবার তিনি অন্যকিছু করবেন, হয়তো রাজনীতিতে আসবেন। এই প্রেক্ষিতেই এখন তুমুল জল্পনা যে, তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন প্রশান্ত কিশোর এবং তাঁকে রাজ্যসভায় পাঠাবে দল। কিন্তু জানা যাচ্ছে, এর পুরোটাই জল্পনা। এমন সম্ভাবনা আপাতত নেই। 

বিধানসভা নির্বাচনে প্রায় একা লড়ে বিজেপিকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন এখন ‘জাতীয় নেত্রী’। তাই অনুমান করা হচ্ছিল যে, প্রশান্ত কিশোর এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে ‘টার্গেট’ নিচ্ছেন ২০২৪ লোকসভাকে। সেই প্রেক্ষিতে এই নির্বাচনে বিরাট সাফল্য পাওয়া কিশোরকে সহজে ছাড়বে না তৃণমূল কংগ্রেস। মনে করা হচ্ছিল তাঁকে দলে নিয়ে রাজ্যসভায় পাঠিয়ে ঘাসফুল শিবির তাঁদের মাটি আরও শক্ত করবে। কিন্তু প্রশান্ত কিশোরের সংস্থা ‘আইপ্যাক’ জানাচ্ছে, তাঁর তৃণমূলে যোগ এবং রাজ্যসভায় যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনও সম্ভাবনা এখন নেই। ইতিমধ্যেই এই খবর ছড়িয়ে পড়েছিল যা ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছিল। তবে জানা গেল, আপাতত এমন কোনও ঘটনা ঘটছে না। 

তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোর বিধানসভা নির্বাচনের অনেক আগেই দাবি করেছিলেন যে বাংলায় বিজেপি ১০০ আসন পাবে না। যদি পারে তাহলে তিনি নিজের কাজ ছেড়ে দেবেন বলে একাধিকবার দাবি করেছিলেন এবং সেই নিয়ে টুইট পর্যন্ত করেছিলেন। তবে চ্যালেঞ্জ জিতেও কাজ ছেড়েছেন প্রশান্ত কিশোর। তিনি জানিয়েছিলেন, তিনি এতদিন যা করছিলেন তা আর করতে চান না, এবার একটু সময় চান নিজের জন্য। এখন অন্য কিছুর দিকে নজর দিতে চান তাই যে কাজ এতদিন ধরে করছিলেন তা তিনি ছেড়ে দিচ্ছেন। ‌যদিও তিনি পরিষ্কার করে বলেননি যে তিনি আবার রাজনীতিতে ফেরত যাবেন কিনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *