কলকাতা: রবিবার ভোট৷ ভোটের দিনে কলকাতা ও দুই ২৪ পরগনায় ভ্যাপসা গরম অব্যাহত থাকবে৷ ঝড়-বৃষ্টি হওয়ার তেমন পরিস্থিতি নেই। বড়জোর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। এতে গরম থেকে স্বস্তি বিশেষ মিলবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার পর্যন্ত আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেনি। তবে অসমের উপর থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে সংলগ্ন উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। চড়া তাপমাত্রার পাশাপাশি বায়ুমণ্ডলে বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে কলকাতা ও সংলগ্ন এলাকায় অস্বস্তিকর গরম পড়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢোকার প্রবণতা মে মাসের মাঝামাঝি সময় থেকে বাড়তে থাকে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার জন্য এটা হয়ে থাকে। আগামী রবিবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু ঢুকে পড়তে পারে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। মৌসুমি বায়ু বঙ্গোপসাগর ধরে যত এগিয়ে আসবে, তত জলীয় বাষ্পের পরিমাণ বায়ুমণ্ডলে বাড়বে। মে মাসে এই কারণে ভ্যাপসা গরমের মাত্রা বাড়তে থাকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় এখন কোনও নিম্নচাপ, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা না থাকায় জলীয় বাষ্প ঢুকলেও তা ঘনীভূত হয়ে শক্তিশালী কালবৈশাখী তৈরি হচ্ছে না। বড়জোর স্থানীয়ভাবে কিছু বজ্রমেঘ এখন তৈরি হতে পারে।