কলকাতা: রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হল। ২০২২ সালের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন ভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। কোনও নাগরিকের নাম বাদ পড়লে তিনি কমিশনের টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে পারবেন।
আজ যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ৮১৭। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৬৪২ জন। খসড়া ভোটার তালিকায় প্রতি হাজার পুরুষ ভোটার পিছু মহিলা ভোটারের সংখ্যা ছিল ৯৬২। চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে হয়েছে ৯৬৬। আগে খসড়া ভোটার তালিকায় রাজ্যের প্রায় ৭৯ হাজার বুথে মোট ৭ কোটি ৩২ লক্ষ ৩৩ হাজার ২৬৭ জন ভোটারের নাম নথিভুক্ত হয়েছিল। তার মধ্যে ৩ কোটি ৭৩ লক্ষ ৩১ হাজার ৬৫৭ জন পুরুষ, ৩ কোটি ৫৯ লক্ষ ৭৩ জন মহিলা এবং ১ হাজার ৫৩৭ জন তৃতীয় লিঙ্গের ভোটারের নাম ছিল।
এদিকে রাজ্যে আর কয়েক দিন বাদেই চার পুর নির্বাচন। তার জন্য ইতিমধ্যেই কোভিড বিধির ঘোষণা করা হয়েছে এবং সকল রাজনৈতিক দলকে তা মানতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে চারটি পুরনিগমে নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে উচ্চ আদালতে৷ বুধবার এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন সমাজকর্মী বিমল ভট্টাচার্য৷ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ। কলকাতা পুরভোটের সময় পরিস্থিতি এতটা উদ্বেগজনক ছিল না। কিন্তু চার পুরনিগমের নির্বাচনের ঠিক আগে মারাত্মক রূপ ধারণ করেছে করোনাভাইরাস৷ ফলে আগামী ২২ জানুয়ারি চার পুরনিগমের ভোট হলে সংক্রমণের আশঙ্কা আরও বাড়বে৷ কমিশন ২২ জানুয়ারি ভোট দিনক্ষণ চূড়ান্ত করলেও জনস্বার্থ মামলার ধাক্কায় শেষ পর্যন্ত ভোট হয় কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷