কলকাতা: আইনজীবী রজতকুমার দে-র মৃত্যু রহস্যে নয়া মোড়। বয়ানে অসঙ্গিত থাকার অভিযোগে মৃতের স্ত্রী অনিন্দিতা দে-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল নিউটাউন থানার পুলিস। সরু তার জাতীয় জিনিস দিয়ে গলায় ফাঁস দেওয়া হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে, ঘটনাস্থলে থেকে কোনও তার বা দড়ি জাতীয় বস্তু না পেলেও, অনিন্দিতার বাড়ি থেকে ওড়ানা জাতীয় কাপড় উদ্ধার করে পুলিস। তবে, চাদর দিয়ে গলায় ওই ধরনের সরু দাগ হয় না বলেই মত ফরেনসিক বিশেষজ্ঞদের। গলার দাগ অনুসারে পয়েন্ট ফাইভ গেজের তারের খোঁজ চলাচ্ছে পুলিস। রজত দে-র রহস্যমৃত্যুতে স্ত্রী সহ শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, তথ্য প্রমাণ লোপাট, ও ষড়যন্ত্রের ধারায় মামলা হয়েছে। জেরার মুখে বয়ান বদল করলেও, নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মৃতের স্ত্রী অনিন্দিতা। রজতের মৃত্যুর ঠিক তিনদিন আগেই পরিচারিকাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। ঘটনার দিন বাড়িতে অনিন্দিতার ছেলে বা তাঁদের বাড়ির কুকুরকেও রাখা হয়নি। বাড়িতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির আনাগোনা ছিল বলে দাবি প্রতিবেশীদের। এখন এইসব দিক গুলিই ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের।
আইনজীবীর রহস্যমৃত্যুতে নয়া মোড়, আটক অনিন্দিতা
কলকাতা: আইনজীবী রজতকুমার দে-র মৃত্যু রহস্যে নয়া মোড়। বয়ানে অসঙ্গিত থাকার অভিযোগে মৃতের স্ত্রী অনিন্দিতা দে-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল নিউটাউন থানার পুলিস। সরু তার জাতীয় জিনিস দিয়ে গলায় ফাঁস দেওয়া হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে, ঘটনাস্থলে থেকে কোনও তার বা দড়ি জাতীয় বস্তু না পেলেও, অনিন্দিতার বাড়ি থেকে ওড়ানা জাতীয়