কাটোয়া গুলিকাণ্ডে নয়া মোড়, অন্তঃসত্ত্বা কিশোরী প্রেমিকা! গ্রেফতার প্রেমিক

কাটোয়া গুলিকাণ্ডে নয়া মোড়, অন্তঃসত্ত্বা কিশোরী প্রেমিকা! গ্রেফতার প্রেমিক

কলকাতা: কাটোয়ায় প্রেমিককে গুলিকাণ্ডে নয়া মোড়৷ প্রত্যাখ্যান থেকেই প্রতিশোধ৷ ক্রমেই প্রকাশ্যে গুলাকাণ্ডের নেপথ্য কাহিনী৷ অন্তঃসত্ত্বা প্রেমিকাকে জোড় করে গর্ভপাত করানোর অভিযোগ উঠে এল প্রেমিকের বিরুদ্ধে৷ এর পরেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় বছর ২২-এর ওই প্রেমিককে৷  শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমানের কাটোয়ার কেশিয়া মাঠপাড়া এলাকার বাড়ি থেকে লালাচাঁদ শেখকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে৷ 

আরও পড়ুন- ‘‌অসাংবিধানিকভাবে অর্থে চলছে মা কিচেন’ আয়-ব্যায়ের তথ্য তলব ধনকড়ের

অভিযোগ, বুধবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই প্রেমিককে ওয়ানশটার বার করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রেমিককে গুলি করে ১৭ বছরের ওই কিশোরী৷ কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সে৷ এর পরেই প্রেমিকাকে গ্রেফতার করেছিল পুলিশ৷ তদন্তের পর পুলিশ জানায়, ওই তরুণীর মায়ের দাবি, তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় জোড় করে গর্ভপাত করায় ওই যুবক৷ এখানেই ক্ষান্ত হয়নি সে৷ এর পর বিয়ের প্রস্তাবেও বেঁকে বসে৷ প্রেমিকার মায়ের অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ৷ 

বুধবার ঘটনাটি ঘটেছিল কাটোয়ার সার্কাস ময়দানে৷ জানা যায়, ওই প্রেমিকা ঝাড়খন্ডের বার ড্যান্সার। ওই দিন শহরের রাস্তায় প্রেমিককে ডেকে ভালোবাসার ভনিতা করে গুলি চালিয়ে দেয়৷ এর পর দফায় দফায় প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করে  তদন্তকারী অফিসাররা। তার পরেই এই চাঞ্চল্যকার মোড়৷ কাটোয়ার এই ঘটনা কোনও চিত্রনাট্যের চেয়ে কম নয়৷ তবে হাড়হিম করা এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন রয়েছে৷ কি ভাবে একজন বার ড্যান্সার আগ্নেয়াস্ত্র পেল? তার সঙ্গে এই ঘটনায় আর কেউ যুক্ত ছিল কি? তা এখনও অবশ্য জানা যায়নি৷  জানা যায় চতুর্থ শ্রেণির পর্যন্ত পড়াশোনা করে ওই কিশোরী। ১৩ বছর বয়স থেকেই লালচাঁদের সঙ্গে আলাপ ছিল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 8 =