কলকাতা: মোবাইল চোরের কীর্তি শুনে হতবাক পুলিশ৷ গত সোমবার রাতে সিটি সেন্টার লাগোয়া এলাকার একটি দোকানে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হয় শিলিগুড়ির এক বাসিন্দাকে। ধৃতকে মঙ্গলবার বিধাননগর আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
কীভাবে চুরি করত? সেবিষয়ে পুলিসি জেরায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে অভিযুক্ত সেই যুবক। পুলিশের দাবি, ধৃত যুবক জানিয়েছে, তাদের মূলত দু’ধরনের টার্গেট ছিল। ভিড়ে ঠাসা দোকান। যেখানে অনেক গ্রাহক মোবাইল কিনতে গিয়েছে, সেই সুযোগে তারা মোবাইল কিনতে দোকানে ঢুকে যেত। ভিড়ের সুযোগ নিয়ে বিক্রেতার নজর এড়িয়ে তারা কোনও না কোনও মোবাইল নিয়ে চম্পট দিত। আবার কোনও কোনও সময় দোকানে ঢুকে একাধিক মোবাইল দেখার সুযোগেই কোনও একটি মোবাইলকে সরিয়ে দিত তারা। বিক্রেতা সেই মোবাইলটির খোঁজ শুরু করলেই, কোথায় কোথায় গেল বলে তারা মোবাইল খুঁজতে দোকানের বিক্রেতাকেই সাহায্য করত। তারপরে বিক্রেতার নজর এড়িয়ে তারা সেখান থেকে চম্পট দিত। সল্টলেকের বহু দোকান থেকেই তারা এভাবে মোবাইল চুরি করেছে বলে অভিযুক্ত স্বীকার করেছে পুলিশের দাবি।